সোনারগাঁওতে বাস ধাক্কায় ২ শিক্ষার্থীর মৃত্যু, র‍্যাব-১১ কর্তৃক আসামী গ্রেফতার


নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন দড়িকান্দি এলাকায় সায়েদাবাদগামী সৌদিয়া পরিবহনের ধাক্কায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ০২ শিক্ষার্থীর নির্মম মৃত্যুর ঘটনায় পলাতক ঘাতক বাস চালক মোঃ সহিদুল ইসলাম (৪২) কে ফেনী সদর মহম্মদপুর এলাকা থেকে র‍্যাব-১১, সিপিএসসি কর্তৃক গ্রেফতার।

৩০ জুলাই (শনিবার) একটি প্রেস রিলিজে বিষয়য়ি র‍্যাব-১১ গনমাধ্যমকে জানায়।

অনুসন্ধানে জানা যায়, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ১০/১২ জন শিক্ষার্থীরা দুইটি প্রাইভেট কারে চড়ে আনন্দ ভ্রমনের উদ্দেশ্যে গত ১৫ জুলাই ২০২২ তারিখে পানাম সিটির উদ্দেশ্যে রওনা দেয়। পথিমধ্যে সকাল প্রায় ১০ঃ৪০ এর সময়ে সৌদিয়া পরিবহনের ধাক্কায় শিক্ষার্থীদের একটি গাড়ী সোনারগাঁওয়ের দড়িকান্দি এলাকায় দুমড়েমুচড়ে যায়। গাড়িতে থাকা ০৫ জন শিক্ষার্থী গুরুতর আহত হয়। 

আহতদের প্রথমে আল বাকারা মদনপুর হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিক্যাল কলেজে প্রেরণ করা হয়। চিকিৎসাধীন অবস্থায়  মোছাঃ সুমাইয়া রহমান মাহিমা (২২) এবং ইব্রাহীম মাহমুদ রাহাত (২৭) নামের দুই শিক্ষার্থী মৃত্যুবরণ করে। 

উক্ত দুর্ঘটনার ভিত্তিতে অপরাধী সহিদুল ইসলামকে গ্রেফতার করা হয়। উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগত কার্যক্রম প্রক্রিয়াধীন। 

Post a Comment

0 Comments