বন্দরে গৃহবধূ ধর্ষনে চেষ্টার মামলা দায়েরের ২৭ দিন পর লম্পট শাহিন গ্রেপ্তার


 


বন্দর প্রতিনিধি:

 বন্দরে গৃহবধূ ধর্ষনের ব্যার্থ চেষ্টা মামলা দায়েরে দীর্ঘ ২৭ দিন অতিবাহিত হওয়ার পর অবশেষে লম্পট শাহিন মিয়া (৩০)কে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে  বন্দর থানা পুলিশ। গত শুক্রবার (২৯ জুলাই) রাতে বন্দর থানার বেঁজেরগাও এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। যার মামলা নং- ৯(৭)২২। 


গ্রেপ্তারকৃত শাহিন মিয়া বন্দর উপজেলার বেঁজেরগাও এলাকার মৃত আমির হোসেন মিয়ার ছেলে।


 পুলিশ গ্রেপ্তারকৃত শাহিনকে শনিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন মামলায় আদালতে প্রেরণ করে।


 তথ্য সূত্রে জানা গেছে, গত ২ বছর পূর্বে বন্দর উপজেলার তিনগাও এলাকার শুকুর আলী মিয়ার স্ত্রী সাথে একই উপজেলার বেঁজেরগাও এলাকার মৃত আমির হোসেন মিয়ার ছেলে শাহীন মিয়ার সাথে পরিচয় হয়। ওই পরিচয়ে সূত্রে ধরে শাহীন বিভিন্ন সময়ে বিভিন্ন স্থানে উক্ত গৃহবধূকে উত্ত্যক্তসহ কুপ্রস্তাব দিয়ে আসছিল। এর ধারাবাহিকতায় গত ২৩ মে রাতে শাহীন মিয়া গৃহবধূর  স্বামী অবর্তমানে বসত ঘরে এসে ওই গৃহবধূকে কুপ্রস্তাব দেয়। ওই গৃহবধূ শাহীনের কুপ্রস্তাবে রাজি না হওয়ায় ওই সময় লম্পট শাহীন ক্ষিপ্ত হয়ে ভূ’ক্তভোগী গৃহবধূকে ধর্ষনের ব্যার্থ চেষ্টা চালায়। ওই সময় গৃহবধূ চিৎকার করলে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসার পূর্বেই লম্পট শাহীন পালিয়ে যায়। 


এ ঘটনায় ভ’ক্তভোগী গৃহবধূ বাদী হয়ে গত ৩ জুলাই লম্পট শাহিন মিয়াকে আসামী করে বন্দর থানায়  নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন।

Post a Comment

0 Comments