বেনাপোলে ৩০ হাজার ডলারসহ ইমিগ্রেশনে এক নারী আটক


 


ভারত থেকে বৈধপথে দেশে আসা জেরিন সুলতানা (৩৫) নামে এক নারীর দেহ তল্লাশি করে ৩০ হাজার ডলারসহ তাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার সন্ধ্যায় যশোর-৪৯ বিজিবির বেনাপোল আইসিপি ক্যাম্পের সদস্যরা স্থল বন্দরের চেকপোস্টের প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করেন। আটক জেরিন ঢাকার আশুলিয়া এলাকার দেনডাবর এলাকার নাজিম উদ্দিনের মেয়ে।


এ বিষয়ে ৪৯-বিজিবির অধিনায়ক লে. কর্নেল শাহেদ মিনহাজ সিদ্দিকী বলেন, ‘গোপন সংবাদে বিজিবি জানতে পারে ভারতফেরত এক পাসপোর্ট যাত্রী বিপুল পরিমাণ আমেরিকান ডলার নিয়ে বাংলাদেশে প্রবেশ করছে। এমন সংবাদের ভিত্তিতে অধিনায়কের নির্দেশে আইসিপি ক্যাম্পের একটি টহল দল প্যাসেঞ্জার টার্মিনালের সামনে অবস্থান নেয়। পরে সন্ধ্যার দিকে ওই যাত্রীকে ক্যাম্পে নিয়ে তল্লাশি করলে তার শরীরে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা ৩০ হাজার ডলার পাওয়া যায়।’


আটক নারীর বিরুদ্ধে মানি লন্ডারিং আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান তিনি।

Post a Comment

0 Comments