জনগন কষ্টের মধ্যে আছে এবং সরকার তাদের আখের গোছা মোড়াতে ব্যস্ত। দেশের পরিস্থিতির কারণে আজকে জনগত ভনাম সরকার হয়ে গেছে বলে জানিয়েছেন নারায়ণগঞ্জ বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ।
গত সোমবার (২৯ আগষ্ট) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি'র) আসন্ন ৪৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে নিজের এক বক্তব্যে এসব কথা জানান তিনি।
অধ্যাপক মামুন মাহমুদ বলেন, "আপনারা জানেন বেগম জিয়া একজন বয়স্ক নারী এবং দীর্ঘদিন কারাগারে ছিলেন। শারীরিক ভাবে যেমন অসুস্থ তেমনি মানসিক ভাবেও তিনি চাপের মধ্যে আছেন। কারণ উনাকে প্রায় ৫ বছর যাবত বন্দি করে রাখা হয়েছে। তিনি বাংলাদেশের একজন লোকপ্রিয় নেত্রী, আপোষহীন নেত্রী। উনার হাত ধরে দেশে শৈর্ শাসনের অবসানের মধ্য দিয়ে দেশ গনতন্ত্রের বাতাস পেয়েছিল। কিন্তু এই বর্তমান শৈরাচারী সরকার তাকে ষড়যন্ত্রমূলক ভাবে বন্দি করে রেখেছে। কাজেই এটা নিয়ে আমরা উদ্বিগ, উৎকন্ঠার মধ্যে আমরা সব সময়ই আছি। তার মুক্তির আন্দোলনে আমরা রয়েছি।"
তিনি আরো বলেন, "দেশের বর্তমান অবস্থা আমরা সাধারণ মানুষের সাথে মিশে যা দেখছি, দেশের মানুষ আজ ভালো নেই। দ্রব্যমূল্যের উর্ধ্বগতি দফায় দফায় তেলের মূল্য বৃদ্ধি, গ্যাসের মূল্য বৃদ্ধি, বিদ্যুতের মূল্য বৃদ্ধি হচ্ছে। বেকারত্বের সংখ্যা বেড়ে যাচ্ছে যার ফলে জনগন দুর্ভোগের মধ্যে আছে, কষ্টের মধ্যে আছে। আর সরকার আছে তাদের আখের গোছা মোড়াতে। এই দ্বিমুখী অবস্থায় জনগন ভনাম সরকার। কল্যানমুখী রাষ্ট্রে সরকারকে থাকতে হয় জনগনের পক্ষে। কিন্তু এই সরকারের জনগনের কাছে কোনো জবাবদিহিতা নাই, তারা অনির্বাচিত।"
0 Comments