বিএনপি, বাংলাদেশের প্রধান দুটি রাজনৈতিক দলের একটি। বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির সংক্ষিপ্ত রূপ বিএনপি নামেই পরিচিত এই দলটি। বাংলায় ‘বাংলাদেশ জাতীয়তাবাদী দল’। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর এই দলটি প্রতিষ্ঠা করেন সাবেক সেনাপ্রধান ও রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজারের বিএনপি যুগ্ম আহ্বায়ক ও আড়াইহাজার থানার ১নং সদস্য লুৎফর রহমান এর একান্ত সাক্ষাৎকার এ জানা গিয়েছে।
‘খালেদা জিয়া অসুস্থ, তিনি যাতে সুস্থ হয়ে ওঠেন এ প্রার্থনা করছি।
তেলের দাম বৃদ্ধি নিয়ে লুৎফর রহমান বললেন
হঠাৎ করেই জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রতিক্রিয়ায় এটা চরম গণবিরোধী একটি পদক্ষেপ। এই তেলের সাথে সবকিছু সম্পর্ক যুক্ত।
নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম অনেক বেশি এবং অন্যান্য জিনিসের দামও বেড়ে গেছে। অর্থাৎ একটি অরাজক পরিস্থিতির দিকে দেশকে ঠেলে দেয়া হচ্ছে। বাংলাদেশের ৫০ বছরের ইতিহাসে এটি একটি ভয়ংকরতম ঘটনা। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং মনে করি সরকারের এই সিদ্ধান্ত অবিবেচনা প্রসূত। সরকার বারবার বলছে দেশের অর্থনৈতিক অবস্থা খারাপ না, কিন্তু তা স্বত্বেও জিনিসপত্র সহ জ্বালানী তেলের দাম বাড়িয়ে দেয়া সরকারের বক্তব্যের সাথে এই কর্মকাণ্ডের কোন সাদৃশ্য নেই’।
এটি একটি গণবিরোধী সিদ্ধান্ত। এর বিরুদ্ধে ইতিমধ্যেই জনগন ফুঁসে উঠেছে। সরকার একদিকে অন্যায় সিদ্ধান্ত গ্রহন করছে।
সবশেষে জনসাধারণের উদ্দেশ্য তিনি বলেন, আপনার অপেক্ষা করেন, এ দানব সরকার এর হাত থেকে একদিন রক্ষা পাবেন ইনশাআল্লাহ। দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে প্রধানমন্ত্রী বানাবো আর তারেক রহমান কে দেশে ফিরে আনবো ইনশাআল্লাহ।
0 Comments