নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ওয়ার্কাস ইউনিয়ন শ্রমিকদের দুঃখ দুর্দশা লাগবে ও বিভিন্ন সম্যসাবলী সমাধানে নির্মিতে শ্রমিকদের মন্জুরী বৃদ্ধিসহ ৬ দফার দাবীতে পরিছন্নকর্মীরা ফের ২য় দিন বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার(৩আগষ্ট) নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন সামনে সকালে বিক্ষোভ মিছিল কর্মসূচী অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ মিছিলের পরে সংক্ষিপ্ত বক্তব্য পরিছন্ন কর্মীরা বলেন,মা জননী আমাদের প্রতি একটু দয়া করেন।আমাদের বাচান।আপনার ছেলে মেয়েরা পড়াশুনা করে আমাদের ছেলে মেয়ে করতে পারে না।কারণ আমরা গরীব। টাকার অভাবে সাধ্য থাকা শর্তে করতে পারে না।
নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ওয়ার্কাস ইউনিয়ন সভাপতি শিমুল দাশ বলেন ৬ দফা দাবী আমাদের পেটের দাবী,রুটি রুজির দাবী আন্দোলনের দাবী।ঈদের আগে আমরা মেয়র মহোদয় বরাবর আবেদন করি।মেয়র পি এ আবুল হোসেন বলেন আমরা বসে এর একটা সুরাহা করব।কিন্তু করেনি।আমি বলতে চাই কেন এ অবহেলা। আমরা পরিছন্ন কর্মীরা আমরা কেন অবহেলা শিকার হব। আমরা কিছু চাই না আমাদের বেতনের দাবীসব দাবী মানতে হবে। বিপ্লব দাস বলেন আগামীকাল নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে বিকাল ৩টায় মানববন্ধন করব।তারপরও দাবী না মানে শুক্রবার থেকে পরিছন্নকর্মীরা কোন কাজ করবে না।যারা রোদ বৃষ্টি অপেক্ষা করে কাজ করে তাদের সামান্য বেতনে চলে না।
৬ দফা দাবীনামা নিম্নে পেশ করা হলঃ ১বাংলাদেশ শ্রম আইন ২০০৬ (অদ্যবধি সংশোধিত) মোতাবেক উক্ত শিল্পে নিয়োজিত শ্রমিকদের নিয়োগপএ প্রদান করতে হবে।২ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনে কর্মরত সকল পরিছন্ন কর্মীদের চাকুরি স্হায়ী করতে হবে।৩ সকল পরিছন্ন কর্মীদের নুন্যতম দৈনিক হাজিরা ৬৫০/ (ছয় শত পঞ্চাশ) টাকা এবং ট্রাক শ্রমিকদের ৭৫০/ (সাতশত পঞ্চাশ) টাকা করতে হবে এবং প্রত্যেক শ্রমিকের বেতন সমপরিমাণ ঈদ/পুজা বোনাস প্রদান করতে হবে।৪ প্রতি ওয়ার্ডে দুবজন করে ডোম নিয়োগ দিতে হবে।৫ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন পরিস্কার পরিছন্ন করার সময় যদি কোন দুর্ঘটনায় মৃত্যুবরণ করে তবে তার কাস্ট বা দাফন করার সময় পূর্বের বরাদ্দ ৫,০০০(পাঁচ হাজার) টাকা পরিবর্তে ৫০,০০০/ (পঞ্চাশ হাজার)টাকা প্রদান করতে হবে।৬ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশেন যে সমস্ত জায়গা যেমনঃ সিদ্দিরগঞ্জ ও বন্দর অন্ঞ্চলের পরিছন্ন কর্মীদের স্হায়ী বসবাসের জন্য বহুতল ভবন বাসস্থান তৈরি করতে হবে।
এ সময় বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ওয়ার্কাস ইউনিয়নের সভাপতি শিমুল দাশ,সাধারণ সম্পাদক কিশোর লাল, সহ -সভাপতি সুরুজ দাস,যুগ্ন -সম্পাদক গোবিন্দ দাস, কোষাধ্যক্ষ বিপ্লব দাশসহ বিভিন্না থানা থেকে আগত কর্মীরা।
0 Comments