ময়মনসিংহে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও নানা কর্মসূচির পবিত্র মহরম উপলক্ষে ইমাম হাসান, হুসেনের, স্মরণে মিলাদ মাহফিল ও আশুরা তাজিয়া মিছিল অনুষ্ঠিত হয়েছে। ইমাম বারা, পিলখানা গাঙ্গিনার পাড়ে এই মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়। পবিত্র মহররম আশুরা উপলক্ষে, মঙ্গলবার দুপুরে মিছিলটি গাঙ্গিনার পাড় থেকে শুরু হয়ে স্টেশন রোড হয়ে মহারাজা রোড দিয়ে ছোট বাজার হয়ে জেলা স্কুল মোড় ঘুরে বাউন্ডারি রোড হয়ে নতুন বাজার মোড় ঘুরে আবারো গাঙ্গিনার পাড় এসে পিলখানায় গিয়ে শেষ হয়। তাজিয়া মিছিলকে কেন্দ্র করে কোন ধরনের নাশকতা যাতে না ঘটে আইন শৃংখলা বাহিনী ছিল কঠোর অবস্থানে। ময়মনসিংহ সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শাহিনুল ইসলাম ফকির, কোতোয়ালি মডেল থানার ওসি মোঃ শাহ কামাল আকন্দ, পিপিএম (বার) পুলিশ পরিদর্শক (তদন্ত) ফারুক হোসেন, ওয়াজেদ আলী, ১নং ফাড়ির ইনচার্জ এসআই আনোয়ার হোসেন, এসআই দেবাশীষ সাহা ও জেলা গোয়েন্দা ডিবি'র এসআই শরীফ হায়দার সহ পুলিশ নিরাপত্তা রক্ষায় কঠোরভাবে দায়িত্ব পালন করেন। ফলে অনাকাঙ্ক্ষিত কোন ঘটনা ছাড়াই শান্তিপুর্ণভাবে তাজিয়া মিছিল শেষ হয়।
সেই হিসাবে মুসলিম বিশ্বে আজ পালিত হচ্ছে পবিত্র আশুরা।কারবালার শোকাবহ ও হৃদয়বিদারক ঘটনার এই দিনটি ধর্মীয়ভাবে বিশ্বের মুসলিম ধর্মাবলম্বীদের কাছে বিশেষ তাৎপর্যপূর্ণ। মুসলিম বিশ্বে ত্যাগ ও শোকের প্রতীক হিসেবে এ দিনটি বিশেষ পবিত্র দিবস।
ময়মনসিংহে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও নানা কর্মসূচির
মধ্য দিয়ে পালিত হয় প্রতিবছর পবিত্র আশুরা।
0 Comments