রক্তাক্ত হয়েও রাজপথ ছাড়েন নেই শাখাওয়াত হোসেন খান


গতকাল বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ৪৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি বের করার সময় বি,এন,পি নেতাকর্মীদের সাথে পুলিশ এর দফায় দফায় সংঘর্ষ হয় এতে নিহত ১ জন আর আহত অর্ধ শতাধিক নেতাকর্মী।

্যালি বের করার সময় মহানগর বিএনপির সিনিয়র সহ – সভাপতি এড: শাখাওয়াত হোসেন খান পুলিশ এর লাঠির বারি খেয়েও ব্যানার ছাড়েননি। নেতাকর্মীরা তাকে সেভ করার জন্য আসলেও পুলিশ এর লাঠিচার্জ এ ধমাতে পারেনেই তাদের।

শাখাওয়াত হোসেন কে রক্তাক্ত অবস্থায় নেতাকর্মীদের নিয়ে মিছিল করতে দেখা যায়, এবং নিহত যুবদল নেতা শাওনকে কোলে করে হসপিটাল নিতে দেখা যায় রক্ত ভেজা পাঞ্জাবীতে এডঃ শাখাওয়াত হোসেন খানকে। বি,এন,পি অনেক শীর্ষ স্থানীয় নেতৃবৃন্দের পালিয়ে গেলেও রাজপথে একাই রক্ত ভেজা পাঞ্জাবী পরে মিছিল করেছেন শাখাওয়াত হোসেন খান।

অনেকেই বলেছেন নারায়ণগঞ্জ এ এত বড় বড় শীর্ষ স্থানীয় নেতারা থাকা সত্তেও কর্মীদের পাশে একটা নেতাও ছিলো না, এড শাখাওয়াত হোসেন খান কর্মীদের নিয়ে রাজপথ গরম করেছেন একাই, গুলি খেয়ে আহত হওয়ার পর ও একদম রাজপথ ছাড়েন নেই শাখাওয়াত হোসেন খান, কর্মিদের নিয়েই একাই রাজপথ গরম করে রাখলেন। তৃণমূল কর্মীরা শাখাওয়াত হোসেন খান কে রিয়েল হিরো মনে করছেন।

Post a Comment

0 Comments