নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর ওপর নির্মিত 'নাসিম ওসমান সেতু'র' উদ্বোধন হলো আজ ১০ই অক্টোবর (সোমবার)। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বেলা ১টার সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটির
উদ্বোধন করছেন।
সোমবার দুপুর ১২টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সেতুটি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সৌদি উন্নয়ন তহবিল ও বাংলাদেশ সরকারের যৌথ অর্থায়নে এক হাজার ২৫৩ মিটার দীর্ঘ সেতুটি নির্মাণে ব্যয় হয়েছে ৬০৮ কোটি টাকা।
ছয় লেনের সেতুটিতে নদীতে ৫টিসহ মোট ৩৮টি স্প্যান রয়েছে। সেতুটি চালুর ফলে দক্ষিণ-পূর্বাঞ্চলের সঙ্গে ঢাকা-চট্টগ্রাম এবং ঢাকা-সিলেট বিভাগের জেলাগুলোর যোগাযোগ সহজ হবে।
এতে যানবাহনগুলো নারায়ণগঞ্জ শহরে প্রবেশ না করে মদনপুর হয়ে মুন্সীগঞ্জের মাওয়া দিয়ে পদ্মা সেতু দিয়ে দক্ষিণাঞ্চল যেতে পারবে।
একইভাবে পদ্মা সেতু হয়ে আসা যানবাহনগুলো শীতলক্ষ্যা সেতু পার হয়ে মদনপুর দিয়ে দক্ষিণ-পূর্বাঞ্চলে যেতে পারবে।
সেতুটি চালু হওয়ায় নদীর দুই পাড়ের মানুষের মধ্যে মেলবন্ধন তৈরি হয়েছে। দীর্ঘদিনের প্রতীক্ষিত স্বপ্নের বাস্তবায়ন হওয়ায় পাড়ের মানুষের মধ্যে বইছে আনন্দের বন্যা।
সেতু নির্মাণ করে দেওয়ায় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন এলাকাবাসী।
0 Comments