মেহেদী হাসান শুভ (চাঁদপুর জেলা প্রতিনিধি) ইলিশের বদলে পাঙ্গাস পেয়ে বেজায় খুশি জেলেরা। ইলিশের সঙ্গে প্রচুর নদীর পাঙ্গাস মাছের দেখা দেওয়ায় ব্যবসায়ীরাও খুশি। মা ইলিশ রক্ষায় ২২ দিনের নিষেধাজ্ঞা শেষে চাঁদপুরের জেলেরা জাল নিয়ে পদ্মা মেঘনায় নেমেছেন। তবে নদীতে দেখা যাচ্ছে ভিন্ন চিত্র। লাল রঙের কট সুতার তৈরি জালে ধরা পড়ছে বড় বড় পাঙ্গাস। ইলিশের বদলে পাঙ্গাস পেয়ে বেজায় খুশি জেলেরা। মাছ ঘাটে আসা জেলেদের প্রতিটি ট্রলারে ২০-২৫ টি পাঙ্গাস মাছ রয়েছে। আর এ পাঙ্গাস মাছ বড় স্টেশন মাছ ঘাটে সাড়ে ২২ হাজার থেকে ২৩ হাজার টাকা মণ দরে বিক্রি করছে জেলেরা। প্রতিটি পাঙ্গাস মাছের ওজন ৭ কেজি থেকে ১৮ কেজি পর্যন্ত বলে জানান মাছ ঘাটে আসা জেলেরা। বছরের অন্যান্য সময় এমন পাঙ্গাস পাওয়া যায় না। ইলিশের সঙ্গে প্রচুর নদীর পাঙ্গাস মাছের দেখা দেওয়ায় ব্যবসায়ীরাও খুশি।
প্রায় ৪০০ মণ পাঙ্গাস চাঁদপুর ঘাটে এসেছে। ৫০০-৬০০ টাকা কেজি দরে বিক্রি করছে। ঘাটে আসা প্রায় প্রতিটি নৌকায় ২০টি পাঙ্গাস মাছ রয়েছে বলে জানা এ বনিক সমিতির সাধারণ সম্পাদক শবে বরাত সরকার।
0 Comments