উন্নত সমৃদ্ধ দেশ ও জাতি গঠনে অবদান রাখতে পারতেন- শেখ রাসেল


শিশু কালে শেখ রাসেলের দেশপ্রেম ও জাতির প্রতি যে মমতা ও সেবার যে মনোবৃত্তির প্রকাশ ঘটেছিল তা ছিল অকল্পনীয়।

তিনি বেঁচে থাকলে আজ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতো এবং একটি উন্নত সমৃদ্ধ দেশ ও জাতি গঠনে অবদান রাখতে পারতেন। কিন্তু একাত্তরের পরাজিত ঘাতক চক্র নিষ্পাপ শিশু রাসেলকে হত্যা করে বিশ্ব ইতিহাসে কলংকময় নজির স্থাপন করে গেছে। বাংলাদেশের জনগণ চিরদিন শেখ রাসেল হত্যাকারীদের নিন্দা ও ঘৃণা করে যাবে। আজ শেখ রাসেল দিবস-২০২২ উপলক্ষে থ্রোবল এসোসিয়েশন আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তারা এসব কথা বলেন। ঢাকার মোহামাদপুরে সরকারি শারীরিক শিক্ষা কলেজ মিলনায়তনে সংগঠনের সহসভাপতি আতাউর রহমানের সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা শামীশ আল মামুনের পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা ও দোয়া মাহফিলে স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন সরকারি শারীরিক শিক্ষা কলেজের সাবেক অধ্যক্ষ ও সংগঠনের সহ - সভাপতি তারেক খান মজলিশ, বিশিষ্ট সংঙ্গীত শিল্পী গৌতম অরিন্দম বড়–য়া, কোষাধ্যক্ষ এম.এ সালাম শান্ত বক্তব্য রাখেন ও সংগঠসেন সদস্য জাকির হোসেন । শেখ রাসেল দিবস-২০২২ উপলক্ষে আগামী ২৩ অক্টোবর থ্রোবল এসোসিয়েশন রাজধানীতে একটি বিশেষ থ্রোবল প্রতিযোগিতার আয়োজন করবে। এই উপলক্ষে রফারিদের জন্য এক বিশেষ প্রশিক্ষণের আয়োজন করা হয়। বক্তরা বলেন, শিশুকালেই শেখ রাসেল খেলাধুলার প্রতি বিশেষ মনোযোগ ছিল। বাংলাদেশে আজ ঘরে ঘরে শেখ রাসেলের স্মৃুতির প্রতি শ্রদ্ধা জানিয়ে আলোচনা হয়। তিনি বেঁচে থাকলে এ দেশকে উন্নত ও সমৃদ্ধ করতে নেতৃত্ব দিতেন। শেখ রাসেলের সেবা থেকে বঞ্চিত এ দেশের জনগণ সব সময় ঘাতক চক্রকে নিন্দা ও ঘৃণা করবে।

Post a Comment

0 Comments