নাঃগঞ্জ সিটি কর্পোরেশনের বিজ্ঞপ্তি


 নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সকল গ্রাহক ও করদাতাদের জন্য পূরকর ও পানির বিল সম্পৃক্ত বিশেষ জরুরী বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে। 

আমাদের পাঠকদের জন্য বিজ্ঞপ্তিটি অবিকল ভাবে তুলে ধরা হলো-

"এতদ্বারা নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সম্মানিত বাড়ি ও স্থাপনার মালিকগণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, পৌরকর ও পানির বিল আদায়ের জন্য বার বার তাগিদ, নোটিশ জারী ও অভিযান পরিচালনা করা সত্ত্বেও অনেক করদাতা/গ্রাহকগণ যথাসময়ে পৌরকর ও পানির বিল পরিশোধ করছেন না। ফলে সিটি কর্পোরেশন কর্তৃক কাঙ্খিত নাগরিক সেবা প্রদান বিঘ্নিত হচ্ছে, যা কোন ভাবেই কাম্য নয়। সিটি কর্পোরেশন এর উন্নয়ন অব্যাহত রাখা ও নাগরিক সেবা বৃদ্ধির স্বার্থে বকেয়া পৌরকর ও পানির বিল আদায়ে ক্রোকী অভিযান শুরু হয়েছে। এছাড়া খেলাপি গ্রাহকগণের পানির সংযোগ বিচ্ছিন্ন করার অভিযান চলমান আছে।

এমতাবস্থায়, অতিসত্ত্বর পৌরকর ও পানির বিল পরিশোধ করার জন্য নগরবাসীকে বিশেষভাবে অনুরোধ করা হলো। অন্যথায় পানির সংযোগ বিচ্ছিন্নকরণ সহ ক্রোক অভিযানের মাধ্যমে বকেয়া পাওনা আদায় করা হবে।"



Post a Comment

0 Comments