ইসদাইর বাজারে বিদ্যুতের অবৈধ সংযোগ ব্যবহার করে বসানো হয়েছে অবৈধ মেলা




নারায়ণগঞ্জের ফতুল্লা ইসদাইর বাজারে রেল লাইনের পাশে  বিনোদনের নামে জেলা প্রশাসনকে অবজ্ঞা করে অনুমতি ছাড়াই থানা পুলিশকে ম্যানেজ করে দৈনিক লক্ষাধিক টাকার টার্গেট নিয়ে বসানো হয়েছে মেলা।


স্থানীয় ক্যাডার বাহিনীর শেল্টারে সরদার রুবেল ও আতাউর নামে দুই ব্যক্তি এই মেলা বসিয়েছে। মেলাকে ঘিরে সন্ধ্যার পর জমে উঠে মাদক বেচা কিনা। কিশোর গ্যাং, মাদকসেবী ও বখাটেদের উশৃঙ্খলাতায় বিব্রত হচ্ছে মেলায় আগন্ত নারী ও পথচারীরা।


সরকার বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় করার জন্য মার্কেট,বিপনি-বিতান,দোকান বন্ধ রাখার নির্দেশ দিলেও কিভাবে এই মেলা চলছে।


উচ্চস্বরে মাইকে অশ্লীল গানবাজনা ও হইহুল্লায় শিক্ষার্থীসহ এইচএসসি পরীক্ষার্থীদের পড়াশোনায় ব্যাঘাত হচ্ছে বলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।


জানা গেছে, মেলায় হরেকরকম দোকানপাট, নাগর দোলা, নৌকা দোলা, চরকি বসানো হয়েছে বিনোদনের জন্য। মাত্র তিন মিনিটের জন্য নৌকা দোলার টিকিট ৩০/৫০ টাকা, নাগর দোলায় ৩০ টাকা, ট্রেন ৩০, চরকি ৩০ টাকা। হরেকরকম দোকান থেকে চাঁদা নেওয়া হয় দৈনিক তিনশত থেকে ৫ শত টাকা করে।


মেলার সুযোগ নিয়ে দেদারছে মাদক বেচা কিনা হচ্ছে বলে অভিযোগ প্রত্যক্ষদর্শীদের। দৈনিক লক্ষাধিক টাকার টার্গেট নিয়ে বসানো হয়েছে এই মেলা। মেলার আয় থেকে দৈনিক মোটা   টাকা ভাগবন্টন হচ্ছে ক্যাডার বাহিনী ও মেলার আয়োজকদের মধ্যে।


উক্ত ইসদাইর বাজারের রেল লাইনের পাশে মেলা বসানোর ফলে যেকোন সময় ঘটতে পারে বড় কোন দুর্ঘটনা।

Post a Comment

0 Comments