কালীগঞ্জে মাছ চিংড়ি ও কাঁকড়া চাষের উপর ডিজিটাল কনটেন্ট প্রণয়ন এবং প্রদর্শন উদ্বোধন


 কালিগঞ্জ উপজেলা মৎস্য কর্মকর্তা নাজমুল হুদার ইনোভেশন মাছ চিংড়ি ও কাঁকড়া চাষের উপর ডিজিটাল কনটেন্ট প্রণয়ন এবং প্রদর্শন উদ্বোধন করলেন সংসদ সদস্য এসএম জহুরুল হায়দার। গত ৯ নভেম্বর কালিগঞ্জ উপজেলা প্রশাসনের আয়োজনে ডিজিটাল উদ্ভাবনী মেলায় পিতা কেটে চিংড়ি ও কাঁকড়া চাষের উপর ডিজিটাল কনটেন্ট প্রণয়ন উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী, উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, কালিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ হালিমুর রহমান বাবু ,উপজেলা সহকারী কমিশনার (ভূমি ),কালিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সুকুমার দাশ বাচ্চু, উপজেলা সিনিয়র কর্মকর্তা নাজমুল হুদা সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলা দায়িত্ব পালন করা কালীন তার ঐকান্তিক প্রচেষ্টায় চাষীদের আধুনিক এবং প্রয়োগমুখী চিংড়ি ও কাঁকড়া চাষ ব্যবস্থাপনার উপর মোট ১৯ টি তথ্যচিত্র প্রণয়ন করা হয়েছে ।


কালিগঞ্জ উপজেলা মৎস্য দপ্তরে আগত চাষীদের তাৎক্ষণিক প্রযুক্তি প্রদর্শন এবং সমস্যার সমাধানে হাতে—কলমে প্রযুক্তির বিভিন্ন আঙ্গিক বিশ্লেষনের জন্য উদ্ভাবিত কন্টেন্ট সমূহ অফিসে প্রদর্শনের জন্য ৪০ ইঞ্চির ইন্টারনেট প্রযুক্তি সহ টিভি পর্দা স্থাপন করা হয়েছে। বিগত অক্টোবর ২০২২ মাস হতে এ পর্যন্ত মোট ৪৫ জন মৎস্য চাষী ও উদ্যোক্তা উন্নয়ন কর্মীদের মধ্যে পাঁচ মিনিট হতে শুরু করে দুই ঘন্টা ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। প্রণয়নকৃত সমস্ত তথ্যচিত্র ইউটিউব এর মাধ্যমেিিি, ুড়ঁঃঁনব,নফধয়ঁধপঁষঃঁৎব অথবা তার মোবাইল নম্বর ০১৭৬৯ ৪৫৯৪৬৯ জানা যাবে ।

উদ্ভাবিত কনটেন্ট সমূহ বাগদা নার্সারি ব্যবস্থাপনা, চিংড়ি চাষে পানির গভীরতার গুরুত্ব, মাছ বা চিংড়ি চাষের জন্য প্রিবায়োটিক প্রস্তুতি ও ব্যবহার ,মাছ বা চিংড়ি চাষে পি এইচ এর সমস্যা ও প্রতিকার ,বাগদা চিংড়ি চাষ ব্যবস্থাপনা ,অল্প খরচে অক্সিজেন সরবরাহ, পুকুর অথবা ঘের খননের হিসাব বিবরণী, চিংড়ি চাষে পানি ব্যবস্থাপনা, বাগদা চিংড়ির রোগ ও প্রতিকার, বাগদা চিংড়ি চাষের ধাপসমূহ, খাঁচায় কাঁকড়া মোটাতাজা করুন, মাড ক্লোব এর জীববিজ্ঞান। অফিস চলাকালীন প্রতিদিন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা নাজমুল হুদা অত্র দপ্তরে সকল মৎস্য চিংড়ি ঘাগড়া চাষীদের প্রশিক্ষণ গ্রহণ এবং এ বিষয়ক সেবার জন্য সরাসরি চিংড়ি ও কাঁকড়া চাষীদের তার অফিসে আসার জন্য আহ্বান জানিয়েছেন।

Post a Comment

0 Comments