ওমর ফারুক (প্রতিনিধি নরসিংদী) কথায় আছে,"পরীক্ষা ই নির্বাচন করে মানুষের সম্মান" সুপ্ত প্রতিভার মুক্ত বিকাশের লক্ষ্যে ইউনিয়ন ভিত্তিক প্রাথমিক বৃত্তি পরীক্ষা-২২ ইং সফলভাবে সম্পন্ন করেছে মানবিক সেচ্ছাসেবী সংগঠন "সরকারচর সেচ্ছাসেবী যুব সংগঠন" পলাশ নরসিংদীর ৫৬নং জয়পুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শনিবার সকাল ১০.০০ টায়। নরসিংদী পলাশের গজারিয়া ইউনিয়ন এর ১৩টি সরকারি প্রাথমিক স্কুলের ৪র্থ শ্রেণির ৪৯ জন শিক্ষার্থী এতে অংশগ্রহণ করে। ১৯ বছর যাবত বৃত্তি পরীক্ষার কার্যক্রম পরিচালনা করছে "সরকারচর সেচ্ছাসেবী যুব সংগঠন"।
এসময় কেন্দ্র পরিদর্শনে আসেন পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান মো কারীউল্লাহ সরকার।
গজারিয়া ইউনিয়ন চেয়ারম্যান জাকির হোসেন চৌধুরী,সংগঠনের সভাপতি মাসুদুর রহমান,সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম রাকিব,সেকান্দরদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঞ্চনা রাণী সিংহ। এছাড়াও গজারিয়া ইউনিয়নের মহিলা মেম্বার শাহিদা বেগম, খাদিজা বেগম, পালাশের পাপড়ী সংগঠনের সভাপতি শেখ রাসেল মাহমুদসহ সরকারচর সংগঠনের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, পরীক্ষা কার্যক্রমের পরিচালনায় ছিলেন সংগঠনের শিক্ষা সম্পাদক মো. রিফাত মিয়া।
0 Comments