রূপগঞ্জে নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকনসহ বিএনপির ১১৮ নেতাকর্মীর নামে ছাত্রলীগের এক কর্মীর মামলা দায়ের করেছেন। এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন রূপগঞ্জ ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজান
এক বিবৃতিতে মিজানুর রহমান মিজান এইসব মিথ্যা মামলার নাটক সাজিয়ে বিএনপির নেতা কর্মীদেরকে আন্দোলন থেকে দমিয়ে রাখা যাবে না। আগামী ১০ ডিসেম্বরের সমাবেশকে সামনে রেখে বিএনপির নেতাকর্মীদেরকে গ্রেপ্তার করতে ও ভয়ভীতি দেখাতে এসব মামলা। এটি একেবারে একটি সাজানো ঘটনা নিজেরাই ঘটিয়ে মামলা দায়ের করা হয়েছে। আমি এই মিথ্যা মামলা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে নাঙ্গল জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকনসহ নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানাচ্ছি।
প্রসঙ্গত, সোমবার (২৮ নভেম্বর) বিস্ফোরক আইনে মামলাটি দায়ের করেছেন উপজেলা ছাত্রলীগকর্মী রাশেদুল প্রধান।মামলায় নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকনকে প্রধান আসামি করে ৩৮ জনের নাম উল্লেখ ও ৭০-৮০ জনকে অজ্ঞাত আসামি করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির মোল্লা।
ছাত্রদলের মিছিল থেকে উপজেলা ছাত্রলীগের কর্মী রাশেদুল প্রধানের ওপর হামলা ও তার মোটরসাইকেল পুড়িয়ে দেওয়ার অভিযোগে বিএনপি নেতাদের নামে এ মামলা করেন রাশেদুল। হামলায় আহত ছাত্রলীগকর্মীর হাত ভেঙে ফেলার চেষ্টা ও তার হাতে ছয়টি সেলাই লাগে বলে অভিযোগ করেন তিনি।
0 Comments