ছাত্রলীগ নেতা আশাদুল প্রধান এর উপর হামলায় মামলার আসামী হলেন জেলা বি এন,পির সদস্য সচিব গোলাম ফারুক খোকন সহ রুপগঞ্জ বি,এন,পি ৩৮ জন নেতাকর্মী।
মামলায় এক নাম্বার আসামি গোলাম ফারুক খোকন কে দেওয়া হয়।অন্যান্য আসামীরা হলেন রুপগঞ্জ থানা বি,এন,পির সভাপতি মাহফুজুর রহমান হুমায়ুন, রুপগঞ্জ থানা যুবদলের সভাপতি আমিনুল ইসলাম প্রিন্স, মাসুদ, সুলতান মাহমুদ,কহিনুর,মুড়াপাড়া ইউনিয়ন যুবদলের সদস্য সচিব ওবায়দুল হোসেন রকি
আবু মাসুম,হাফেজ আহমেদ,আফজাল কবির,সুমন মিয়া,আলতাফ হোসেন,মাসুদ প্রধান,আক্তার হোসেন,আহাদ কাজী,আলী ইসলাম,দিলবর,আরজু মিয়া,অনিক মীর,হাসান ইমাম বাবুল,আলি আকবর মিয়া, কাশেম আলি,নজরুল, হামিদ মিয়া,আরিফ মিয়া,গোলাম সারোয়ার সজীব, মোস্তফা, নুরু, মামুন,খোকন, কাইয়ুম,শুভ,ওমর,মোশাররফ ভুইয়া,শফিকুল ইসলাম, আল আমিন,মজিদ ভুইয়া সহ আরও অনেক নেতাকর্মী।
মামলার বিষয় গোলাম ফারুক খোকন বলেন আওয়ামিলীগ এখন পাগল হয়ে গেছে আমাদের নেতাকর্মী দের নামে মিথ্যা মামলা দিচ্ছে গায়েবী মামলা দিচ্ছে ছাত্রলীগ নেতা আমার নাম সহ আমাদের নেতাকর্মীদের নামে মামলা করেছে যে মামলা করেছে তা হাস্যকর,মিথ্যা মামলা দিয়ে আমাদের দাবিয়ে রাখা যাবেনা এটা সরকার এর নতুন ষড়যন্ত্র ১০ তারিখ সমাবেশ বানচাল করতে আমাদের নেতাকর্মীদের গায়েবী মামলা দিয়ে আমাদের হঠাতে চাচ্ছে আমরা এর জবাব একদিন দিবো ইনশাআল্লাহ বাংলার জনগণ এর জবাব একদিন দিবে আমাদের ইনশাআল্লাহ। সরকার যতই বাদা দেক আমরা ১০ তারিখ এর সমাবেশ সফল করবো ইনশাআল্লাহ। জিয়ার সৈনিক দের মামলা হামলা দিয়ে দাবিয়ে রাখা যাবেনা।
0 Comments