রাজপথে না থেকেও পদের জন্য এখন রাজপথে ভিপি কবির




মাহমুদুল ইসলাম সৌরভ - 


বিগত সময় রাজপথে না থেকেও এখন পদের জন্য রাজপথে সোচ্চার ভিপি কবির। আড়াইহাজার থেকে  উঠে আছে ভিপি কবির টাকার বিনিময়ে জেলা যুবদলের জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে কমিটিতে আসলেন। 


কিন্তু তাকে কখনো দেখা যায়নেই বি,এন,পি বা যুবদলের কোন কর্মসুচিতে। অথচ অনেক ত্যাগী নেতৃবৃন্দ থাকা সত্তেও ভিপি কবির কে সিনিয়র যুগ্ম আহবায়ক করা হয় এতে সাধারণ নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে ক্ষোভ। 


কে এই ভিপি কবির কি তার পরিচয় কিছুই জানেনা অনেক নেতাকর্মী, বি,এন,পির প্রভাবশালী নেতার ছত্রছায়ায় জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসাবে কমিটিতে আসেন। 


যেখানে অনেক ত্যাগী নেতৃবৃন্দ আছে যারা দলের দুঃসময় থেকে দলের জন্য অনেক কিছু ত্যাগ করেছে কিন্তু তাদের কোন মূল্যায়ন করা হয়নেই।


তবুও তারা এখনো সোচ্চার রাজপথে দলের জন্য নিজের জীবন বাজি রেখে প্রতিটি প্রোগ্রাম সাকসেসফুলি করে যাচ্ছেন। 


কিন্তু সেই মূল্যায়ন পেলেন না সেই টাকার কাছে বিক্রি হয়ে গেলো অযোগ্য কে পদ দিয়ে। 


সাধারণ নেতাকর্মীরা মনে করছেন যদি এইভাবে অযোগ্যদের কাছে টাকার বিনিময়ে কমিটির মধ্যে রাখা হয় তাইলে যোগ্যবেক্তিরা এক সময় হারিয়ে যাবে।

Post a Comment

0 Comments