র্যাব প্রতিষ্ঠালগ্ন থেকে সমাজের বিভিন্ন অপরাধের উৎস উদ্ঘাটন, অপরাধীদের গ্রেফতার, অপরাধ দমন ও আইন শৃঙ্খলার সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এরই ধারাবাহিকতায় গত ২৩ ডিসেম্বর ২০২২ তারিখে র্যাব-১১, সিপিসি-১, নারায়ণগঞ্জ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী বিভিন্ন ছদ্মবেশ ধারণ করে বিশনন্দি এলাকায় মাদকদ্রব্য পরিবহন ও ক্রয়-বিক্রয় করতে পারে। উক্ত সংবাদ প্রাপ্তির পর উক্ত স্থানে ০২টি পৃথক অভিযান পরিচালনা করে ০৬ জন মাদক ব্যবসায়ী আসামী ১। মোঃ আব্দুর রহমান (২৫), পিতা-মৃত আব্দুল হামিদ, মাতা- রোজিনা বেগম, সাং- মাঝিগাছা, কবিরাজ বাজার, থানা-কতোয়ালী, জেলা-কুমিল্লা, ২। মোঃ মহসিন (৩০), পিতা- মৃত মহব্বত আলী ভ‚ঁইয়া, মাতা- মোছাঃ খোদেজা বেগম, সাং- বিষ্ণপুর, থানা-বিজয়নগর, জেলা-ব্রাহ্মণবাড়ীয়া, ৩। মোঃ ফুল মিয়া (৪০), পিতা- মৃত শাহজাহান মিয়া, মাতা- জারবানু, সাং-কাইতুরা গুচ্ছগ্রাম, থানা- নাছির নগর, জেলা- ব্রাহ্মণবাড়ীয়া, ৪। দেলোয়ার হোসেন (২০), পিতা- মৃত আলাল উদ্দীন, মাতা- দিলুয়ারা বেগম, সাং- দশাল, থানা- দূর্গাপুর, জেলা- নেত্রকোনা, এ/পি- অপেক্ষা জেনারেল স্টোর এর পাশের বিল্ডিং নিচতলা মেস, আশকোনা, মেডিকেল রোড, থানা- দক্ষিণখান, জেলা- ঢাকা, ৫। মোছাঃ মনোয়ারা বেগম (৫০), পিতা-মৃত আব্দুস সামাদ, স্বামী- ইব্রাহিম হোসেন, মাতা- মৃত সালেহা বেগম, সাং-বিষ্ণপুর, থানা-বিজয় নগর, জেলা- ব্রাহ্মণবাড়ীয়া, ৬। পপি আক্তার (২৩), পিতা- ইব্রাহিম হোসেন, স্বামী- ইসমাইল হোসেন, মাতা- মোছাঃ মনোয়ারা বেগম, সাং- বিষ্ণপুর, থানা- বিজয় নগর, জেলা- ব্রাহ্মণবাড়ীয়া’দেরকে মাদকদ্রব্য ৬২ কেজি গাঁজা, মাদক পরিবহনে ব্যবহৃত ০১ টি প্রাইভেট কার, মাদক বিক্রয়ের নগদ ৭,৮৫৫/- টাকা এবং মাদক বিক্রয়ের কাজে ব্যবহৃত ০৬ টি মোবাইল ফোন উদ্ধারসহ গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানায় নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
0 Comments