ভোলা সদর উপজেলার ধনিয়া তুলাতলী সংলগ্ন মেঘনা নদীতে তলা ফেটে ১১ লাখ লিটার ডিজেলসহ ‘সাগর নন্দিনী-২’ নামের একটি তেলবাহী জাহাজ ডুবে গেছে।
রোববার (২৫ ডিসেম্বর) ভোরে ভোলার তুলাতলী সংলগ্ন মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে অপর একটি জাহাজের সাথে ধাক্কা লেগে জাহাজটির তলা ফেটে যায়।
জানা গেছে, ডুবে যাওয়া জাহাজে থাকা চালকসহ ১৩ নাবিককে জীবিত উদ্ধার করেছে স্থানীয় জেলে ও কোস্টগার্ড।
জীবিত উদ্ধার হওয়া জাহাজের নাবিকরা জানায়, শনিবার (২৪ ডিসেম্বর) রাতে ১১ লাখ লিটার তেল নিয়ে তেলবাহী জাহাজটি চট্রগ্রাম থেকে চাঁদপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। ভোরে ভোলার তুলাতলী সংলগ্ন মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে অপর একটি জাহাজের ধাক্কায় জাহাজটির তলা ফেটে যায়। এসময় জাহাজে থাকা মাস্টার, শ্রমিকসহ ১৩ জনকে স্থানীয় জেলেরা উদ্ধার করে। ডুবে যাওয়া জাহাজে থাকা তেলের মূল্য আনুমানিক ৯ কোটি টাকা বলেও জানান তিনি।
কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. কেএম শাফিউল কিঞ্জল জানান, ইতোমধ্যে ডুবে যাওয়া জাহাজে থাকা তেল উদ্ধারে কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি দল ঘটনাস্থলের দিকে রওনা দিয়েছে।
0 Comments