রেকর্ডভূক্ত রাস্তা দখল করে চাষাবাদ

নিজস্ব প্রতিবেদকঃ গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় রামজীবন ইউনিয়নের উত্তর বেকাটারী গ্রামে চলাচলের রেকর্ডভূক্ত কাচা রাস্তা কেটে দখলে নিয়ে আবাদি জমিতে রুপান্তর করে চাষাবাদ করার অভিযোগ উঠেছে। এতে এলাকার অর্ধশতাধিক পরিবার রাস্তার অভাবে দুর্বিসহ যাতায়াত করতে বাধ্য হচ্ছে। অভিযোগে প্রকাশ, উত্তর বেকাটারী গ্রামের মৃত মহির উদ্দিনের ছেলে ময়নুল ইসলামের বসতবাড়ির সীমানা সংলগ্ন ১৩ ফিট প্রস্থ ও ৫’শ ফিট দৈর্ঘ্য একটি কাচা রাস্তা দিয়ে এলাকাবাসি দীর্ঘদিন থেকে চলাচল করে আসছিল। যাহার সিএস, আরএস এবং বিআরএস রেকর্ডভূক্ত। কিন্তুু ওই গ্রামের মৃত নুর মোহাম্মদের ছেলে রফিকুল, নজরুল, সিরাজুল ও মোবাশ্বেরদের জমি ওই রাস্তার দুই পাশে হওয়ায় তারা কোদাল দিয়ে রাস্তাটি কেটে আবাদি জমিতে রুপান্তর করে ৪/৫ বছর থেকে চাষাবাদ করে আসছে।

ফলে অর্ধশতাধিক পরিবারের চলাচলে মারাত্বক বিঘ ঘটছে। এঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। যে কোন সময় দাঙ্গা-হাঙ্গামাসহ আইন র্শক্সখলার অবনতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। রাস্তাটি উদ্ধারে এলাকাবাসির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) বরাবর অভিযোগ দেওয়া হয়েছে। এব্যাপারে রামজীন ইউপি চেয়ারম্যান শামছুল হুদা মাস্টার বলেন, রাস্তাটি যদি রেকর্ডভূক্ত হয় তাহলে আবার রাস্তা নির্মাণ করা হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ-আল-মারুফ বলেন, অভিযোগ পেয়েছি। বিষয়টি সমাধানের জন্য সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যানকে দায়িত্ব দেওয়া হয়েছে।

Post a Comment

0 Comments