বিএনপির গণসমাবেশস্থলসহ আশপাশের এলাকায় টহল দিচ্ছে র‍্যাবের হেলিকপ্টার...

 



বিএনপির গণসমাবেশস্থলসহ আশপাশের এলাকায় টহল দিচ্ছে র‍্যাবের হেলিকপ্টার। শনিবার বেলা ১১টা থেকে একটি হেলিকপ্টার টহল শুরু করেছে। নিরাপত্তার অংশ হিসেবেই এ টহল চালানো হচ্ছে।

বাহিনীটি বলছে, গণসমাবেশে নিরাপত্তা জোরদারে রাজধানীর গোলাপবাগে বিএনপির সমাস্থলের ওপরে র‍্যাবের হেলিকপ্টারের মাধ্যমে নজরদারি চলমান রয়েছে। হেলিকপ্টারে থাকা সদস্যরা নিচে থাকা সদস্যদের বার্তা পাঠাচ্ছেন। এতে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানো সম্ভব হবে।

র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন ঢাকাটাইমসকে বলেন, 'বেলা ১১টা থেকে আমাদের একটি হেলিকপ্টার সমাবেশস্থল ও আশপাশে টহল দিচ্ছে। কোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতেই এই টহল চলছে। হেলিকপ্টার থেকে নিচে থাকা সদস্যদের বার্তা পাঠানো হচ্ছে। পাশাপাশি পোশাক পরে ও সাদা পোশাকে র‍্যাবের সদস্যরা কাজ করছে।'

এদিকে শনিবার সকাল ১১টা থেকে বিএনপির ঢাকা বিভাগীয় গণসমাবেশ শুরু হয়েছে। গতকাল রাজধানীর গোলাপবাগ মাঠে ডিএমপির পক্ষ থেকে দলটিকে অনুমোদন দেওয়া হয়। এরপর শত শত নেতাকর্মী সেখানে অবস্থান নেয়। সমাবেশ ঘিরে নিরাপত্তায় পুলিশ, র‍্যাব, আনসারের প্রায় ৩০ হাজার সদস্য মাঠে রয়েছে। তাছাড়া রাজধানীর প্রতিটি মোড়ে মোড়ে সরকার দলীয নেতাকর্মীরা অবস্থান নিয়েছে।

Post a Comment

0 Comments