উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ৫টি রুমের তালা কেটে চুরির চেষ্টা



গাইবান্ধা প্রতিনিধিঃ

গাইবান্ধার সুুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিসি ক্যামেরা ও নৈশ প্রহরীকে ফাঁকি দিয়ে ভিতরের গেইট ও ৫টি রুম এবং আলমারি তালা ভেঙে  কাগজপত্র তছনছ করে বিভিন্ন ড্রয়ার ভাংচুর করেন। মঙ্গলবার সকালে স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মরত কর্মচারীগণ কর্মস্থলে উপস্থিত হলে চুরির বিষয়টি দেখতে পান।

স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারী কাম-হিসাব রক্ষক, ক্যাশিয়ার, অফিস সহকারী কাম-কম্পিউটার অপারেটর,স্টোর কিপার, পরিসংখ্যান বিদ ও সিনিয়র স্টাফ নার্সের কক্ষে প্রবেশ করে বিভিন্ন আলমারি ও ড্রয়ারের কাগজপত্র তছনছ করেন চোর। 


স্থানীরা জানান, সিসি ক্যামেরায় নিয়ন্ত্রণ থাকার পরেও চোর কিভাবে চুরির চেষ্টা করেন।  রুমে অনেক জিনিসপত্র থাকার পরও কোন কিছু চুরি হয়নি দাবী করছেন স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীরা।


নৈশ প্রহরী সুজন সরকারের সাথে মোবাইল ফোনে যোগাযোগ করার চেষ্টা করলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়।


উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পঃ পঃ কর্মকর্তা ডাঃ মোঃ আবুল ফাত্তাহ কাছে চুরির বিষয়ে জানতে চাইলে তিনি জানান, গেইট ও দরজার তালা ভেঙে চোর বিভিন্ন রুমে প্রবেশ করে আলমারি এবং ড্রয়ারের তালা ভেঙে কাগজপত্র এলোমেলো করে। কিন্তু চোর কোন কিছু চুরি করতে পারিনি।

Post a Comment

0 Comments