সিদ্ধিরগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ
র্যাব-১১, সদর কোম্পানী আদমজীনগর, নারায়ণগঞ্জ এর আভিযানিক দল গত ০২ জানুয়ারী ২০২৩ তারিখ রাতে মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী থানাধীন হাসকিরা এলাকায় অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী থানাধীন হাসকিরা সাকিনস্থ আমতলী টু টংগীবাড়ী রোডে হাসকিরা ব্রীজের পশ্চিম পাশে রাস্তার নিচে ফাঁকা জায়গায় ডাকাতির প্রস্তুতি কালে দেশীয় অস্ত্রসহ ০৪ জন দুর্ধর্ষ ডাকাতকে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীরা হলো ডাকাত সর্দার আসামী ১। মোঃ স্বপন @ সাব্বির (৫০), পিতা-মৃত মুসলিম, সাং-সোনারদৌড়, ওয়ার্ড নং-০৯, পোঃ জাজিরা, থানা-জাজিরা, জেলাা-শরীয়তপুর, এ/পি-সাং-শহীদনগর, ০৮নং গলি, থানা-লালবাগ, ডিএমপি, ঢাকা, ২। মোঃ মন্টু মিয়া @ মঞ্জু মিয়া (৪৪), পিতা-মোঃ কাশেম আলী, সাং-মাতবরকান্দি, পোঃ জাজিরা, থানা-জাজিরা, জেলাা-শরীয়তপুর, ৩। মোঃ আনোয়ার ব্যাপারী (৫৮), পিতা-মৃত রেজাউল ব্যাপারী, সাং-কুড়িপাড়া, পোঃ-ফুলপুর, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ, এ/পি-কুতুবখালি বড় মাদ্রাসার পার্শ্বে, বাড়ী নং-২১৯, থানা-যাত্রাবাড়ী, ডিএমপি, ঢাকা, ৪। মোঃ শওকত (৩৮), পিতা-মৃত আঃ হালেম, সাং-ফুলবাড়ী গজাইরা, পোঃ-ফাইশাতলা, থানা-কালকিনী, জেলা-মাদারীপুর, এ/পি-জিনজিরা টিন পট্টি, থানা-কেরানীগঞ্জ মডেল, ডিএমপি, ঢাকা। উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীদের হেফাজত হতে ০২টি রামদা, ০১টি হাসুয়া, ০১টি ছোরা, ০৪টি মোবাইল, ০৬টি সীম উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের জিজ্ঞাসাবাদে জানায় যে, তারা পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জ জেলার টংগীবাড়ী থানার বিভিন্ন মহাসড়ক,বসতবাড়ী এবং দোকানে ডাকাতির সাথে সরাসরি জড়িত মর্মে স্বীকারোক্তি প্রদান করেছে।
0 Comments