মো:শাহিন আলম, নারায়ণগঞ্জ :
নারায়ণগঞ্জের ফুতুল্লার লালখা এলাকায় স্থানীয় কয়েকটি চাদাঁবাজ চক্রের যোগসাজসে বসেছে অবৈধ মেলা। গত শুক্রবার থেকে সদর উপজেলার লালাখাঁ এলাকার পিটিআই সংলগ্ন এলাকায় রাস্তা ও জমি দখল করে বসেছে এ মেলা। খান সাহেব আলী স্টেডিয়ামের পশ্চিম পাশে পিটিআই শিক্ষা প্রতিষ্ঠানের সামনের দুপাশের রাস্তা দখল ও কয়েকটি ব্যক্তি মালিকানা জমির উপর মেলা বসানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় বাসীন্দারা। একই সাথে মেলার থাকা দোকানপাট বাসানোর কারনে রাস্তায় গাড়ি ও মানুষ চলাচলে চরম দূর্ভোগ সৃস্টি হচ্ছে। পাশাপাশি মেলায় বসানো দোলনা ও কৃত্রিম নৌকার সাউন্ড বক্সের শব্দে মানুষ বিরক্তবোধ হচ্ছে। শুধু তাই নয় অত্র এলাকার শিক্ষার্থীরা অতিরিক্ত শব্দের কারনে পাড়াশোনা করতে পারছেন না বলেও অভিযোগ করেছেন অনেকেই।
জানা গেছে, মেলাকে কেন্দ্র করে বিভিন্ন এলাকা থেকে আগত কিশোর গ্যাংয়ের সদস্যদের আনাগোনা লক্ষ্য করা গেছে। মেলায় আগত নারীদেরকেও ইফটিজিং করারও অভিযোগ রয়েছে। একই সাথে মাদক সেবন করে অনেক কিশোরকে বাক-বিতান্ডায় জড়াতেও দেখা গেছে। পাশাপাশি রাতের বেলা জুয়ারও আসঢ় বসে এমন তথ্যও পাওয়া গেছে।
স্থানীয় বাসীন্দারা জানিয়েছেন, এলাকার বেশ কটি প্রভাবশালী চক্র এ মেলাটির আয়োজন করেছে। মেলার আয়োজন করেছে স্থানীয় বিএনপি নেতা তৈয়ব ম্যানেজার ও ইবু মিয়া। আর এদেও পক্ষে প্রতিটি দোকান থেকে চাঁদা তোলে ইমনরান ও লেলিন। তারা অত্যন্ত সন্ত্রাসী প্রকৃতির লোক তাই তাদের সামনে প্রতিবাদ করার সাহস পাচ্ছে নিরীহ মানুষজন। তবে তারা এ প্রতিবেদককে জানিয়েছেন, এ ধরনে অবৈধ মেলা ও যন্ত্রনা থেকে তারা মুক্তি চান। এবং অভিলম্বে মেলাটি বন্ধ করে শান্তি প্রতিষ্ঠা করতে প্রশাসনের দৃস্টি আকর্ষন করেছেন তারা।
এ দিকে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (ক-সার্কেল) নাজমুল হাসানকে বলার পরেও তিনি কোন ব্যবস্থা নেননি এবং পরবর্তীতে ফোনও ধরেননি। শুধু তাই নয় জেলা পুলিশ সুপার গোলাম মস্তফা রাসেলকেও ফোন করা হলে তিনিও ফোনটি রিসিভ করেননি।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম দিপু জানান, মেলাটি এখননি বন্ধ করার ব্যবস্থা গ্রহন করা হবে। তবে এরপরেও মেলা বন্ধ হয়নি।
0 Comments