কিছু অর্ধপাগল ওসমান পরিবারের নামে বিভ্রান্ত ছরাচ্ছে : রিপন ভাওয়াল

 


জাতীয় যুব সংহতি নারায়ণগঞ্জ মহানগর কমিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মঙ্গলবার(১৭ই জানুয়ারি )বাদ আছর শহরের ব্যংকুইট রেস্তোরাঁয় নারায়ণগঞ্জ মহানগর যুব সংহতির উদ্যোগে আয়োজিত এই মতবিনিময় সভায় সংগঠনের আহবায়ক শরীফ শা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় যুব সংহতি নারায়ণগঞ্জ জেলার আহবাক রিপন ভাওয়াল।

এ সময় তিনি বলেন, নব্য কিছু নেতা আছে যারা নাকি রাজনীতিটাকে টাকা কামানোর মেশিন মনে করে, নতুন প্রজন্ম এখন রাজনীতির মূল আদর্শ মানুষের কল্যান থেকে দূরে সরে এসে শুধুমাত্র নেতা ভিত্তিক কাজ করছে। আমাদের শিক্ষাগুরু আলহাজ্ব নাসিম ওসমান এই সমাজটাকে শুদ্ধিকরণ সহ রাজনীতির ময়দানে ভাল মানুষ তৈরি কারার জন্য পার্টি অফিস সহ দলীয় কাজে যে সময় দিয়েছেন, আমার মনে হয় এত সময় তিনি তার পরিবারের জন্যও ব্যয় করেননি। প্রয়াত সংসদ আমাদের শিখিয়েছেন কিভাবে সিনিয়রদের সম্মান দিতে হয় ও দলীয় সংবিধান রক্ষা করে কিভাবে মানুষের সেবায় নিজেকে নিয়োজিত করা যায়,এছাড়াও সমাজের নানাবিধ উন্নয়নে ওনার অবদান অপরিসীম, মোটকথা উনি আমাদের কিভাবে রাজনীতির মাধ্যমে সম্মান অর্জন করা যায় সেটা শিখিয়েছে। তাই আমি বলতে চাই রাজনীতি টাকা কামানোর জায়গা না,রাজনীতি হল দেশপ্রেম উদ্ভুদ্ধ হয়ে মানু্ষের সেবায় নিজেকে নিয়োজিত করা।

রিপন ভাওয়াল আরো বলেন, বর্তমানে আমাদের নারায়ণগঞ্জে কিছু অর্ধপাগল দেখা যায়, য়ারা কিনা কোন তথ্য উপাত্ত ছাড়াই কথায় কথায় ওসমান পরিবারের সম্পর্কে নানারকম বিভ্রান্ত ছড়াচ্ছে। তারা আলহাজ্ব সেলিম ওসমান, শামীম ওসমান, প্রয়াত সংসদ নাসিম ওসমানের ছেলে জননেতা আলহাজ্ব আজমেরী ওসমান ও অয়ন ওসমানের বিরুদ্ধে অপপ্রচারে ব্যস্ত, মূলত রাজনীতির মাঠকে অস্থিতিশীল করতেই তাদের এরুপ কর্মকাণ্ড। জাতীয় যুব সংহতির পক্ষ হতে আমি সেই সব আধপাগলদের উদ্দেশ্যে বলতে চাই, সময় আছে ভাল হয়ে যান, নয়তোবা জাতীয় যুব সংহতি আপামর জনসাধারণকে সাথে আপনাদের বিরুদ্ধে মাঠে নামবে। এসময় তিনি আরো বলেন, সামনে জাতীয় নির্বাচন, নারায়ণগঞ্জের ৫ ও ৩ নং আসন জাতীয় পার্টির ছিল আছে থাকবে, দল যাকেই মনোনয়ন দিবে আমরা তার পক্ষেই কাজ করবে।

এ সময় আরো উপস্থিত ছিলেন,সিদ্দিরগঞ্জ থানা জাতীয় পার্টির সভাপতি কাজী মহাসিন, মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মুক্তি, নগর জাতীয় পার্টির শিক্ষা বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম বাহার, মহানগর জাতীয় পার্টির দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম রোমান, নগর জাতীয় পার্টির যুব বিষয়ক সম্পাদক দীপক দাস, মহানগর জাতীয় পার্টি যুগ্ম-সাংগঠনিক সম্পাদক সোহেল, নগর জাতীয় পার্টির যুগ্ম দপ্তর সম্পাদক মিঠু সরকার, ১৪ নং ওয়ার্ড জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মোঃ নুর ইসলাম, মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন, আনন্দধামে ক্রিয়া বিষয়ক সম্পাদক মোঃ খোকন, মহানগর যুব সংহতির যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম বাপ্পী, যুব সংহতির নেতা সোহেল প্রধান, ১৪নং ওয়ার্ড যুবসংহতির আহবায়ক জ্যাকি নন্দী বন্দর থানা যুবসংহতির আহবায়ক ফারুক হোসেন ,উজ্জল মোল্লা, সাইদুর রহমান বাপ্পী, মহানগর যুব সংহতির সাংগঠনিক সম্পাদক সুজন ভুইয়া, মোঃ রাজা, মোঃ নোমান মোঃ সুমন, বন্দর উপজেলার যুবসংহতির সাধারণ সম্পাদক, কামরুল ইসলাম তোতা,মিরাজ উদ্দিন সজিব সানিয়াত সানি, মোকলেছুর রহমান,মোঃশামিম, মোঃ আলি,পালপাড়া পূজা কমিটির সহ-সভাপতি মাদক কর,মহানগর যুব সংহতি বাপ্পি, আনন্দধামের১৫নং ওয়ার্ডের সভাপতি রায়হান আহম্মেদ ভুইয়া,ইসমাহিল আহমেদ, ১৮ নং ওয়াডের সারোয়ার, আনন্দ ধানের বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক ও সদস্যগণ এছাড়া জাতীয় যুব সংহতি নারায়ণগঞ্জ জেলা ও মহানগরের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

Post a Comment

0 Comments