ফুলপুরে বালিয়ায় ৮ বছরের শিশুকে বলৎকারে অভিযুক্ত আসামী মমতাজ আলীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪

ময়মনসিংহের ফুলপুরে ৮ বছরের মাদ্রাসা ছাত্রকে বলাৎকারের ঘটনায় একমাত্র আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪। আসামি ফুলপুর উপজেলার বালিয়া ইউনিয়নের বেলটিয়া মধ্যপাড়া গ্রামের মৃত হাছেন আলীর মেয়ের ঘরজামাই মমতাজ আলী(৫০)। র‌্যাব-১৪ জানান, আলোচিত বলৎকারের এই ঘটনার প্রেক্ষিতে র‌্যাব-১৪ এর একটি চৌকস আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে ১৭ জানুয়ারি মঙ্গলবার সকাল ভোর সকাল ৬টায ময়মনসিংহের গৌরীপুর থানার শ্রীধরপুর গ্রাম থেকে উক্ত মামলার একমাত্র আসামী মো: মনতাজ আলী। গ্রেফতারকৃত আসামীকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বর্ণিত ঘটনার সাথে সম্পৃক্ততার কথা স্বীকার করে। পরে গ্রেফতারকৃত আসামীকে ফুলপুর থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও উপরোক্ত ঘটনার মতো যাতে আর কোন ঘটনার মাধ্যমে কোন নারী/শিশু ধর্ষণ ও নির্যাতনের শিকার না হয় সে প্রেক্ষিতে র‌্যাবের টহল তৎপরতা ও গোয়েন্দা নজরদারী অব্যাহত থাকবে। উল্লেখ্য, ঘটনার কয়েকদিন পূর্ব হতে উক্ত আসামী সন্ধ্যার পর মসজিদে নামাজ পড়ার কথা বলে ভিকটিমকে ভয়ভীতি দেখাইয়া বলাৎকার করে আসছিলো। ভিকটিম ভয়ে বিষয়টি কারো কাছে প্রকাশ করে না। গত ৬ জানুয়ারি রাত অনুমান সাড়ে ৭টায় মুনসুর আলীর নির্মানাধীন বিল্ডিং ঘরের ভিতর ভিকটিমকে নামাজের কথা বলে ডেকে নিয়ে পুনরায় বলাৎকার করাকালে ভিকটিমের ডাকচিৎকারে ভিকটিমের বড় ভাই মোঃ আরিফুল ইসলাম ও ভিকটিমের মা মোছাঃ মাজেদা খাতুন ঘটনাস্থলে গিয়ে ঘটনার প্রত্যক্ষ করিয়া আসামীকে আটক করার চেষ্টা করলে আসামী মমতাজ আলী দৌড়িয়ে পালিয়ে যায়। এর পরিপ্রেক্ষিতে, বলাৎকারকারী মমতাজ আলীর বিরুদ্ধে ভিকটিমের মা বাদী হয়ে গত ০৮ জানুয়ারি দুপুরে ফুলপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধন /২০০৩) এর ৯(১) ধারায় একটি মামলা দায়ের করে। ফুলপুর থানা থেকে জানা গেছে, আমামী মমতাজ আলীকে বুধবার আদালতে পাঠানো হবে।

Post a Comment

0 Comments