স্টাফ রিপোর্টার ( জিহাদ হোসেন )
নারায়ণগঞ্জ শহরে শীতার্ত সাধারন মানুষের মাঝে শীতবস্তু কম্বলও নগদ টাকা বিতরণ করা হয়েছে। গতকাল শনিবার দিবাগত রাতে নারায়ণগঞ্জ শহরের চাষাড়া ও পাঁচ নাম্বার লঞ্চ টার্মিনাল ঘাট, খানপুরসহ,শহরের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে গরিব অসহায় রাস্তায় শুয়ে থাকা মানুষদের ৩০০ টি শীতবস্তু কম্বল ও নগদ টাকা বিতরণ করে নারায়ণগঞ্জের প্রয়াত সংসদ বীর মুক্তিযোদ্ধা এ কে এম নাসিম উসমান সাহেবের একমাত্র ছেলে আজমির উসমান ও তার সহধর্মিনী সাবরিনা ওসমান জয়া ।
প্রয়াত সংসদ নাসিম ওসমান ও জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য পারভীন ওসমান এর ছেলে আলহাজ্ব আজমেরী ওসমান বলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন ডিজিটাল বাংলাদেশ ঘোষণা করেছেন সেই ধারাবাহিকতায় আজকে আমি এবং আমার স্ত্রী দু জন মিলে যারা কনকনে শীতে রেললাইন,রাস্তায় মানুষ শুয়ে থাকে খালি গায়ে সেটা দেখে অনেক খারাপ লাগলো,আমরা যারা বিত্তবান আছি তারা তো অনেক আরামে থাকি এই মানুষ গুলো কিভাবে রাত পার করে এই শীতে তাই আমি তাদের পাশে এসে ধারালাম, আমি আমার বাবার মত সাধারণ মানুষ এর পাশে থেকে সেবা করতে চাই,
সাবরিনা ওসমান জয়া বলেন আমি নিজেকে গর্বিত মনে করছি আজমেরী ওসমান এর সহধর্মিণী হয়ে আমার শশুর নাসিম ওসমান এর মত অসহায় মানুষের পাশে সব সময় থাকে আজমেরী ওসমান, যারা বিত্তবান আছেন তাদের সবারই উচিৎ অসহায় মানুষের পাশে থাকা নাইলে এরা কার কাছে যাবে কিভাবে থাকবে,আপনারা সবাই দোয়া করবেন আমাদের পরিবারের জন্য আমরা যেনো সব সময় মানুষ এর পাশে থেকে তাদের সেবা করতে পারি।
0 Comments