মোবারক হোসেন স্মৃতি সংসদ চেয়ারম্যান এরফান হোসেন দীপ এর উদ্যোগে স্বাধীনতার দিবস উপলক্ষে শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও ইফতার বিতরণ করা হয়।
এরফান হোসেন দীপ বলেন আজ ২৬শে মার্চ আমরা স্বাধীনতার ৫২ বছর অতিক্রম করছি। আজ বাঙালি জাতির শৃঙ্খল মুক্ত হওয়ার দিন। ২৬শে মার্চের প্রথম প্রহরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রেফতার হওয়ার পূর্বে শৃঙ্খল ভাঙার নির্দেশ দিয়েছিলেন, দিয়েছিলেন স্বাধীনতার ঘোষণা।
তাঁর নির্দেশেই বাঙালি সেই দিন পাকিস্তানী শাসকের অন্যায়-অত্যাচার, নির্যাতন, জুলুমের প্রতিবাদে ঝাঁপিয়ে পড়ে মরণপণ যুদ্ধে। দীর্ঘ রক্তক্ষয়ী যুদ্ধে ত্রিশ লক্ষ শহীদ ও দুই লক্ষ মা-বোনের সম্ভ্রমের বিনিময়ে আমরা স্বাধীনতা অর্জন করেছিলাম। স্বাধীন দেশে মুক্ত আকাশে লাল-সবুজের পতাকা উড্ডীন হয়েছিলো।
পৃথিবীর মানচিত্রে জায়গা করে নিয়েছিলো বাংলাদেশ নামক এক স্বাধীন দেশ। দেশ স্বাধীন করতে গিয়ে যে সকল বীর মুক্তিযোদ্ধা তাদের আত্মাহুতি দিয়েছিলেন, তাঁদের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করি। যে সকল বীর মুক্তিযোদ্ধা আজও আমাদের মাঝে বর্তমান তাঁদের প্রতি অন্তরের অন্তস্থল থেকে শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।
বক্তারা আরো বলেন, ১৯৭১ সালের ৭মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে ঐতিহাসিক ভাষণ দিয়েছিলেন তারই প্রেক্ষিতে সংঘটিত হয়েছিলো মহান মুক্তিযুদ্ধ। বঙ্গবন্ধুর দেখা সেই স্বপ্নের সোনার বাংলাদেশ আজ তাঁরই কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা বাস্তবায়ন করে যাচ্ছেন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর স্বপ্নের সোনার বাংলাদেশ গড়তে সকলকে এক্যবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি।
দীপ আরও বলেন , যারা ১৯৭১এর স্বাধীনতা মেনে নিতে পারে নি, যারা ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধুকে সপরিবারে ও ৩ নভেম্বর কারাভ্যন্তরে জাতীয় চার নেতাকে নির্মমভাবে হত্যা করেছিলো। তারা এখন দেশবিরোধী ষড়যন্ত্র শুরু করেছে। দেশের উন্নয়ন কার্যক্রমকে নিয়ে ষড়যন্ত্র করছে, জনগণের মাঝে বিভ্রান্তির সৃষ্টি করছে। কিন্তু তারা এই হীন পরিকল্পনায় কখনও সফল হতে পারবে না। তাই আপনাদের সর্বক্ষণ সজাগ থাকতে হবে। স্বাধীনতা বিরোধীদের এই হীন ষড়যন্ত্র আমরা রাজনৈতিক ভাবে রাজপথে থেকে জনগণকে সাথে নিয়েই মোকাবিলা করবো, তাদেরকে সমুচিত জবাব দিবো। আমাদের আদর্শের জায়গা কখনও পিছপা হবো না।
এই সময় উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামীলীগ নেতা নজরুল, মোগরাপাড়া সাবেক ইউপি মেম্বার-৬ আনোয়ার হোসেন, জেলা যুবলীগ নেতা আরমান,জেলা ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক রিদুয়ান ইসলাম,সোনারগাঁও উপজেলা যুবলীগ নেতা শাহাজালাল, বারদী ছাত্রলীগের সাবেক সহ সভাপতি কবির প্রধান, শেখ রাসেলের সভাপতি নাহিদুল ইসলাম খোকন, যুগ্ম সাধারণ সম্পাদক সিফাত পৌর সভাপতি সিয়াম, উপজেলা ছাত্রলীগ নেতা হাসান ছাব্বির, শান্ত, মারুফ,,আরমান, জুবায়ের।
0 Comments