নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় ৩ হাজার অবৈধ আবাসিক গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। আজ মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার পিরোজপুর ইউনিয়ন পরিষদ এলাকায় পিরোজপুর, রতনপুর, ভবনাথপুর সহ ৫টি গ্রামের অবৈধ আবাসিক গ্যাস সংযোগ ভ্রাম্যমান আদালতের মাধ্যমে বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করায় ওই এলাকার নারী পুরুষ একত্রিত হয়ে পিরোজপুর এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করার চেষ্টা করে। পরে পুলিশ তাদের লাঠিপেটা করে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট তামশিদ ইরাম খান। এ সময় জব্দ করা হয় অবৈধ সংযোগে ব্যবহৃত পাইপ, রাইজার ও রেগুলেটর।
তিতাস গ্যাস সোনারগাঁ আঞ্চলিক বিপনন কেন্দ্রের উপ-মহা ব্যবস্থাপক সুরুজ আলম বলেন, দীর্ঘদিন ধরে অবৈধভাবে গ্যাস নিয়ে বাসা বাড়িতে রান্নার কাজ চালিয়ে আসছে। ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ৬ কিলোমিটার এলাকার পাইপ লাইন তুলে নেওয়া হয়। অবৈধ সংযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযান অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন, তিতাস গ্যাস মেঘনাঘাট অঞ্চলের ব্যবস্থাপক মনিরুজ্জামান, প্রকৌশলী তানভীর হাসান সহ তিতাস গ্যাসের কর্মকর্তা ও বিপুল সংখ্যক পুলিশ সদস্য।
0 Comments