নারায়ণগঞ্জ জেলা যুবদলের বর্তমান আহ্বায়ক কমিটি ভেঙ্গে আসতে পারে যেকোন সময় পূর্ণাঙ্গ কমিটি। দেখা যেতে পারে বেশ কিছু নতুন মুখ। জেলা যুবদলের বর্তমান আহ্বায়ক গোলাম ফারুক খোকন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য সচিব বনে গেছেন।
সুতরাং তিনি আর যুবদল থাকছেন না।ফলে নারায়ণগঞ্জ জেলা যুবদলের বর্তমান আহ্বায়ক কমিটিকে রদবদল করে শীঘ্রই গঠন করা হবে পূর্ণাঙ্গ কমিটি।
আর এমন খবরে নতুন কমিটিতে স্থান পেতে দৌড়ঝাঁপ শুরু করে দিয়েছেন জেলা যুবদলের সম্ভাব্য প্রার্থীরা। করছেন যে যার মতো করে কেন্দ্রে লবিং ও গ্রুপিং।দারস্থ হচ্ছেন বড় ভাইদের কাছে। কেন্দ্রীয় সূত্র বলছে, নারায়ণগঞ্জ জেলা কমিটিতে পদ-পদবী পাওয়ার আশায় বর্তমান এবং সাবেক যুবদল ও ছাত্রদলের নেতারা তাদের জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন কেন্দ্রে।
যারা জীবনবৃত্তন্ত জমা দিয়েছেন তারা কেউ সভাপতি, কেউ সিনিয়র সহ-সভাপতি আবার কেউ সেক্রেটারি পদে
আবার কেউ কেউ পূর্নাঙ্গ কমিটির সদস্য হতেও দৌড়ঝাঁপ করছেন। তবে নারায়ণগঞ্জ জেলা যুবদলের বর্তমান সদস্য সচিব মশিউর রহমান রনিকে গুরুত্বপূর্ণ পদে রেখেই আসছে জেলা যুবদলের নতুন কমিটি এমনটাই জানিয়েছেন একটি বিশ্বস্ত সূত্র।
জানাগেছে, নারায়ণগঞ্জ জেলা যুবদলের ভেতরে গ্রুপ কিংবা নেতার অভাব নেই। বর্তমানে কয়েকটি গ্রুপে বিভক্ত রয়েছে জেলা যুবদল। বর্তমান আহ্বায়ক কমিটি ভেঙে শিগগিরই আসছে জেলা যুবদলের নতুন পূর্ণাঙ্গ কমিটি এমন খবরে সবগুলো গ্রুপের নেতাকর্মীরা পদ-পদবি পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। দেশ-বিদেশে চলছে লবিং।তবে তৃনমূল পর্যায়ের নেতা-কর্মীদের দাবী, যুবদলের রাজনীতিকে ধরে রাখতে হলে ত্যাগী ও পরীক্ষিত নেতাদের মূল্যায়ন করতে হবে। নইলে এ ভুলের মাসুল বেশ চড়া মূল্যে দিতে হবে।
জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শহীদুর রহমান স্বপনও আলোচনায় আছেন। বিগত দিনে রাজপথে নেতাকর্মীদের নিয়ে বেশ সক্রিয় ভূমিকা পালন করেছেন তিনি। ২০১৩ সাল থেকে বিএনপির হরতাল, অবরোধসহ নানা আন্দোলন সংগ্রামে তার অগ্রনী ভূমিকা ছিল। দলীয় কর্মসূচি সফল করতে গিয়ে বেশ কয়েকবার জেলও খেটেছেন তিনি। এবং যে কোন সংগ্রাম এ নিখুঁত নেতৃত্ব দিয়েছে স্বপন এই জন্য তৃণমূল নেতাকর্মীরা
স্বপনকে গুরুত্বপূর্ণ পদ এ দেখতে চান।
এদিকে জেলা যুবদলের নেতৃত্বে আলোচনায় আছেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি জহিরুল ইসলাম জহির।আসন্ন কমিটিকে ঘিরে আলোচনায় আছেন তিনি। জহির ছাত্র জীবন থেকেই ছাত্রদলের রাজনীতিতে বেশ সক্রিয় ছিলেন। বিগত দিনে নারায়ণগঞ্জে বিএনপির আন্দোলন সংগ্রামসহ দলের সকল কর্মসূচিতে ছিল তার সক্রিয় অংশগ্রহণ। ছাত্রদল ও যুবদলের রাজনীতি করতে গিয়ে নারায়ণগঞ্জ ও ঢাকায় একাধিকবার গ্রেপ্তার হয়ে জেলও খেটেছেন।তারপরও রাজনীতি থেকে পিছপা হননি জহির। দলের স্থানীয় রাজনীতির পাশাপাশি জাতীয় পর্যায়ের কর্মসূচিতে ঢাকাতেও আছে জহিরের সক্রিয় অংশগ্রহণ।বিগত দিনে জেলা যুবদলের দায়িত্বে থাকাকালীন নিজেকে সফল প্রমান করেছেন তিনি।জেলা জুড়েই জহিরের রয়েছে নিজস্ব বিশাল কর্মী বাহিনী।যার ফলে জেলা যুবদলের সেক্রেটারি পদের নেতৃত্বের দৌড়ে বেশ এগিয়ে আছেন তিনি।
0 Comments