ওমর ফারুক; নরসিংদী
মহিমান্বিত মাস রমজান। এর পরতে পরতে রয়েছে মুসলিমের কল্যাণ ও মুক্তি। এ মাসে মুসলিমেরা নানা এবাদতে মত্ত থাকে বেশ পূণ্যের আশায়। সাহরি ইফতার তার মাঝে অন্যতম। এর মাঝেও রয়েছে পূণ্যের মহত্ত্ব। হাদিসে এসেছে,'কেউ যদি রোজাদারকে একটি খেজুর ও এক গ্লাস পানি দেয় তার জন্য রয়েছে রোজার সমপরিমাণ সওয়াব'! হদিসের এই মহত্ত্ব কে সামনে রেখে
মদিনা টেকনিক্যাল ট্রেনিং সেন্টার এর কার্যালয় আমতলা বাস স্ট্যান্ড সংলগ্ন নোয়াকান্দা পলাশ নরসিংদীর এর পক্ষ থেকে এলাকার জনপ্রতিনিধি, সুশীল সমাজ, এলাকার মুরুব্বিদের এবং ট্রেনিং সেন্টারে সাবেক শিক্সার্থী ও এবং বর্তমান শিক্ষানবীশ শিক্ষার্থীদের মোট ৭০০ শত এর অধিক ছাত্র নিয়ে ইফতারের আয়োজন করেছে অত্র প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা মো: ইউসুফ মিয়া।
এসময় উপস্থিত অনেকেই বক্তব্য রাখেন এবং প্রতিষ্ঠান দেশ ও জনতার কল্যাণে বিশেষ মোনাজাত করা হয়।
তথ্য সংগ্রহে সহযোগিতায় ছিলেন ইয়াসিন আরাফাত সাব্বির প্রতিষ্ঠাতা পলাশ থানা বাইকার্স ক্লাব।
0 Comments