সাবেক এমপি ও জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব মুহাম্মদ গিয়াসউদ্দিনের বাড়িতে ডিবি পুলিশ অভিযান চালিয়েছে। রাত সোয়া ১২টায় ডিবি পুলিশ এ অভিযান চালায় বলে গিয়াসউদ্দিনের পারিবার থেকে অভিযোগ করেছেন। পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, ডিবি পুলিশের ৪টি গাড়িতে প্রায় ৩০/৩৫ সদস্য এসে পুরো বাড়ি ঘেরাও করে। পরবর্তিতে তারা বাড়ির ভেতরে প্রবেশ করেই সিসি ক্যামেরাগুলো ভাঙ্গচুর চালায়। এসময় তারা পরিবারের লোকজনদের সঙ্গে দূর্ব্যাবহার করে।
এদিকে বিএনপির একটি সূত্র জানিয়েছেন, আজ শনিবার বিএনপির সারা দেশে বিক্ষোভ কর্মসূচী রয়েছে। সেই কর্মসূচীকে বাধাগ্রস্থ করতেই এ অভিযান চালানো হয়। ভয়ভীতি দেখিয়ে তারা বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ কর্মসূচী থেকে বিরত রাখতে চায়।
ডিবি পুলিশের এ অভিযানের তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়েছেন বিএনপির নেতা কর্মীরা। তারা বলেন, শান্ত নারায়ণগঞ্জকে অশান্ত করার অপচেষ্টায় লিপ্ত হয়ে পড়েছে এমপি শামীম ওসমান ও তার পুলিশ বাহিনী। দীর্ঘদিন ধরে শান্তিপূর্ণ সভা সমাবেশে বিএনপির নেতাকর্মীরা অংশ নিলেও পুলিশ অতিরিক্ত বাড়াবাড়ি শুরু করে দিয়েছে। বর্তমান পুলিশ সুপার এ জেলাতে যোগদানের পরপরই পুলিশ বিএনপির কর্মী শাওনকে গুলি করে হত্যা করে। সেই রক্তের দাগ না শুকাতে আবারও নারায়ণগঞ্জে বেপরোয়া হয়ে উঠেছে পুলিশ।
0 Comments