মাহমুদুল ইসলাম সৌরভ -
নাসিম ওসমান এমন একজন মানুষ ছিলেন সাধারণ মানুষ এর কাছে খুব আপন ভাবে মিশে যেতেন, সবার কথা মনোযোগ দিয়ে শুনতেন কাউকে নিরাশ করতেন না।
নেতারা তার কাছে যেমন ছিলো কর্মীরাও তেমন ছিলো তার কাছে সবাই সমান ছিলো। এমন কর্মীবান্দব নেতাকে হারিয়ে এখন নিরবে চোখের পানি ফেলছেন নেতাকর্মীরা।
কারন এমন নেতা আর আসবেনা যে কর্মীদের সুখ দুঃখের পাশে থাকে সব সময়,
১৯৮৮৪, ১৯৮৬, ২০০৮ ও ২০১৪ চারবার নির্বাচিত সংসদসদস্য ছিলেন নাসিম ওসমান, যখন তিনি জাতীয় পার্টির অফিসে ডুকতেন সাধারণ মানুষ ভীর জমা হয়ে যেতো নেতাকে এক পলক দেখার জন্য, যে কেউ সমস্যা নিয়ে গেলে সাথে সাথে সমাধান করে দিতেন। এই জন্যই নারায়ণগঞ্জবাসি তাকে গন মানুষ এর নেতা বলা হতো, এমন গন মানুষ নেতা হারিয়ে এখন দিশেহারা হয়ে যাচ্ছে নেতাকর্মীরা কারন তার মত নেতা আর পাবেওনা কখনো। এই জন্যই কবি বলেছেন কীর্তিমানের মৃত্যু নেই তার জলজ্যান্ত প্রমান নাসিম ওসমান।
0 Comments