দলের মধ্যে হানাহানি গ্রুপিং থাকতে পারবে না গোলাম ফারুক খোকন


 নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা  বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন বিশেষ বক্তা জেলা বিএনপির সদস্য সচিব গোলাম ফারুক খোকন বলেন, ফতুল্লার সম্মেলনের জন্য যেখানে স্থান নির্ধারণ করা হয়েছিল এই সরকারের পেটোয়া বাহিনী, যুবলীগ ছাত্রলীগ সেখানে প্রোগ্রাম দিয়েছে। ফতুল্লা বিএনপি শক্তিশালী বলেই মাত্র কয়েক ঘন্টার মধ্যে এই ভেন্যুতে সম্মেলন আয়োজন করতে পেরেছে। দেশের মানুষ ভালো নেই, হাহাকার চলছে, পণ্যমূল্য বৃদ্ধি, বিদ্যুৎ নেই। আগের যুগে ফিরে গেছি আমরা। বাজারে গিয়ে তেল কিনলে নুন কিনতে পারে না। সবার মাঝেই হাহাকার আজকে। মানুষ ভোটাধিকার হারিয়েছে। নিশীরাতের সরকার গণতন্ত্র হরণ করেছে। দলের মধ্যে হানাহানি গ্রুপিং থাকতে পারবে না। আমাদের মূল সমস্যা গ্রুপিং। এটা কাম্য না। আমাদের বড় পরিচয় আমরা জিয়ার সৈনিক। 

নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানা  বিএনপির দ্বি- বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলন বিনা প্রতিদ্বন্দ্বিতায় সভাপতি শহিদুল ইসলাম টিটু ও সাধারণ সম্পাদক এডঃ আব্দুল বারী ভূইয়া ও সাংগঠনিক সম্পাদক হিসেবে রিয়াদ মোহাম্মদ চৌধূরী নির্বাচিত হয়েছে।

মঙ্গলবার(১৩ জুন) সকালে ফতুল্লার পাগলা দেলপাড়াস্থ মীরকুঞ্জ কমিউনিটি সেন্টারে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

জাতীয় সংগীতের সাথে সাথে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে সম্মেলনের উদ্বোধন করা হয়।

সকাল নয়টা থেকেই ফতুল্লা  থানা বিএনপি'র আওতাধীন ৫ টি ইউনিয়ন বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার-ফেস্টুনে সু-সজ্জিত হয়ে খালেদা জিয়ার মুক্তি চাই শ্লোগানে খন্ড খন্ড মিছিল নিয়ে সম্মেলনে হাজির হতে থাকেন। সকাল ১০ টার  মধ্যেই নেতাকর্মীরা সম্মেলন মঞ্চে হাজির হয়। ১১ টার দিকে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা মঞ্চে আসন গ্রহন করেন।

সম্মেলনের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির কেন্দ্রীয় কমিটির ( ঢাকা বিভাগীয় ) সাংগঠনিক সম্পাদক এড. আব্দুস সালাম আজাদ, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ( ঢাকা বিভাগীয়) সহ-সাংগঠনিক সম্পাদক বেনজীর আহমেদ টিটু।

উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন নারায়নগঞ্জ জেলা বিএনপির আহবায়ক আলহ্বাজ মোঃ গিয়াস উদ্দিন।

বিশেষ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আলহ্বাজ গোলাম ফারুক খোকন।

ফতুল্লা থানা বিএনপির আহ্বায়ক শহিদুল ইসলাম টিটুর  সভাপতিত্বে ও সদস্য সচিব এডঃ আব্দুল বারী ভূইয়ার  সঞ্চালয়নায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন উপস্থিত ছিলেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক মাসুকুল ইসলাম রাজিব, যুগ্ম আহবায়ক লুৎফর রহমান খোকা,যুগ্ম আহবায়ক মোঃ জুয়েল আহম্মেদ।

Post a Comment

0 Comments