জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রনি এখন ওয়ান ম্যান আর্মি কারন জেলা যুবদলের নতুন কমিটি হওয়ার পর রনিকে মাইনাস করতে উঠেপরে লেগেছে একটি মহল। বিগত সময় রনির নেতৃত্বে উজ্জীবিত হয়ে গেছিলো যুবদল এখন অনেক খানি ঝিমিয়ে পরেছে সেই যুবদল, নতুন কমিটির শুরুর পর থেকেই রনিকে মাইনাস করে রাখছেন ওই মহলটি। তবে সাধারণ নেতাকর্মীরা মনে করেন রনি একটি ব্রান্ড রনিকে মাইনাস করা এত সহজ না,
জেলা ছাত্রদল এর সভাপতি হওয়ার পর থেকেই জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ও জেলা যুবদলের সিনিয়র যুগ্ম খাইরুল ইসলাম সজীব এর সাথে রনির দন্ধ লেগে যায় অনেক ভাবেই চেষ্টা করা হয়েছে রনিকে মাইনাস করতে কিন্তু রনির জনপ্রিয়তার কারনে তা করতে পারেনেই।
জেলা যুবদলের আহবায়ক সাদেকুর রহমান সাদেক বার বার চেষ্টা বলেছেন তারা ঐক্যবদ্ধ ভাবে থাকবেন,কিন্তু তার উল্টোটা হয়ে গেলো রনিকে ছাড়াই আলাদা শোডাউন করছেন তারা। গত ১ তারিখ বি,এন,পির প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালিতে অংশগ্রহণ করেন জেলা যুবদলে কিন্তু সেইখানে সাদেক আর সজীব এর নেতৃত্বে হয় মিছিলটি রনি ছিলো না অথচ রনি একক ভাবে তাদের থেকে বেশি নেতাকর্মী নিয়ে বিশাল শোডাউন করেন যেটা কেন্দ্রীয় নেতৃবৃন্দের নজরে পরেন।
গোলাম ফারুক খোকন কে আহবায়ক ও রনিকে সদস্য সচিব করে জেলা যুবদলের কমিটি দেওয়া হয় তখন এই দুইজন এর নেতৃত্বে নেতাকর্মীরা প্রতিটি কর্মসুচি সফল ভাবে করে আসছেন। যখন খোকন জেলা বি এন পির সাধারণ সম্পাদক হন তখন রনি একাই যুবদলের নেতাকর্মীদের নিয়ে প্রতিটি কর্মসুচি সফল ভাবে পালন করেছেন। সেই কমিটি ভেঙে যখন নতুন কমিটি ঘোষনা করা হয় তখনই রনিকে মাইনাস করার চিন্তায় দুইজন এক হয়ে নিজেদের শক্তির শোডাউন দেয় কিন্তু এই শোডাউন ও সফল ভাবে করতে পারছেন না তারা যা রনি একাই শোডাউন করে নেতাকর্মীদের মন জয় করে নিয়েছিলো। তৃনমুল নেতাকর্মীরা মনে করেন আমাদের রনির মত নেতা দরকার যে নেতা প্রতিটি কর্মীর সুখ দুখে পাশে থাকেন, এসি রুম এর বসে রাজনীতি করা নেতা আমাদের দরকার নেই, রনিকে কখনো মাইনাস করতে পারবেনা তারা কারন রনি একটি ব্রান্ড ব্রান্ড কে কখনো মুছা যায়না কারন ব্রান্ড সবার অন্তরে থাকে।
0 Comments