সিটি করপোরেশনের ১৮ নং ওয়ার্ডের তামাকপট্টি এলাকায় বসবাস করেন মহানগর জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন বিটু। তিনি অভিযোগ করেন আমার খারাপ অতীত ছিল কিন্তুু আমি বর্তমানে সেই খারাপ জিনিসগুলো থেকে দূরে সরে এসেছি,কেউ যদি খারাপ থেকে ভাল হতে চায় তাহলে তাকে একবার হলেও ভাল হওয়ার সুযোগ দিতে হয়। কিন্তুু একটা কুচক্রী মহল আমার নামে গনমাধ্যমে মিথা ও ভুল তথ্য দিয়ে সাংবাদিক মহলকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমার নামে জমি দখল সংক্রান্ত একটি সংবাদ প্রকাশ হয়েছে। আমি অথবা আামার কোন লোক ঐ জায়গায় যাই নাই, এবং ঐ দখল সংক্রান্ত কোন কাজে আমার কোন হাত নেই। যেই গণমাধ্যমে আমার বিরুদ্ধে যে এই সংবাদটি প্রকাশ করেছে তার উচিৎ ছিল যথাযথ যাচাই করে সংবাদটি প্রকাশ করা। তাই আমি আবারও এই প্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাচ্ছি এবং ভবিষ্যতে যদি যাচাই না করে এমন অযাচিত সংবাদ প্রাকাশ করা হয় তাহলে আইনের আশ্রয় নেয়া হবে।
প্রসঙ্গত একটি অনলাইন গনমাধ্যমে এইরুপ আকারে প্রকাশিত হয়, ১৮নং ওয়ার্ড শহীদনগর এলাকার বজলু নামে এক ব্যবসায়ী অভিযোগ করে বলেন, আমরা ৬ জন আমজাদ, রাসেল, মিঠুন, রিনা ও লিয়ন মিলে কিছুদিন আগে সুকুমপট্টি এলাকায় সেমাই কারখানার পিছনে একটি জমি ক্রয় করেছিলাম। আমাদের মধ্যে সকলের মধ্যবিত্ত পরিবারের। কেউ ছোট ব্যবসায়ী কেউ চাকরি করি। বহুকষ্টে টাকা জমিয়ে যৌথভাবে জমিটি ক্রয় করে চারিদিকে দেওয়াল দিয়ে সবেমাত্র গেট লাগাই। এমন সময় বিটু লোকজন নিয়ে আসে এবং আমাদের ক্রয় করা জমিটি তার নিজের বলে দাবি করে। এখন আমরা কি করবো বুঝতে পারছিন। সে আরো অনেকের জমিতে দলবল নিয়ে সাইনবোর্ড লাগিয়ে বলে এখানে ঝামেলা আছে। এরপর টাকা পয়সা পাইলে চলে যায়। এখন আমাদের তো টাকা পয়সা নাই তাকে কিভাবে ঠেকাবে বুঝতে পারছিনা
0 Comments