ডেংগু সচেতনতায় জেলা যুবদলের সদস্য সচিব মশিউর রহমান রনি প্রচারনায় কাশীপুর ইউনিয়ন যুবদলের সদস্য সচিব রিজওয়ান সিকদার


 রিজওয়ান সিকদার বলেন আমার নেতা মশিউর রহমান রনির নির্দেশ এ কাশিপুর ইউনিয়ন যুবদলের  নেতা-কর্মীরা দেশের সকল দুর্যোগকালীন সময়ে বিভিন্ন কার্যক্রমের মধ্যে দিয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডেঙ্গু বর্তমান বাংলাদেশের এক অন্যতম আতঙ্কের নাম। সম্প্রতি দেশে ডেঙ্গু রোগের প্রাদুর্ভাব বৃদ্ধি পেয়েছে। রনির নির্দেশনায় ডেঙ্গুর ভয়াবহতা থেকে জনসাধারণকে সচেতন করতে আমি এই কার্যক্রম শুরু করেছি। মূলত এডিস মশা কামড় দিলে মানুষ ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়। ফেলে রাখা টায়ার, প্লাস্টিকের ড্রাম, ফুলের টব, ডাবের খোসা, দীর্ঘদিন পাত্রে জমে থাকা পানির মধ্যে এডিস মশা বংশ বিস্তার করে। ফলে এসব স্থান সব সময় পরিষ্কার রাখতে হবে।

ডেঙ্গু প্রতিরোধ করণীয় বিষয় এ তিনি বলেন,ফুলের টব, ডাব ও নারিকেলের খোসা, পাস্টিক পাত্র, ভাঙ্গা হাড়ি/পাতিল, এয়ার কন্ডিশন ও রেফ্রিজারেটরের তলায় পানি জমতে দিবেন না। বাসার বিভিন্ন স্থানে জমে থাকা স্বচ্ছ পানি নিয়মিত পরিষ্কার করুন। অন্তত সপ্তাহে একদিন বসত বাড়ির চারপাশ পরিষ্কার-পরিচ্ছন্ন করুন।এডিস মশা দিনের বেলায় কামড়ায়। তাই দিনের বেলায় ঘুমাতে হলে মশারি বা মশা নিরোধক ব্যবহার করুন। ডেঙ্গু জ্বরের মূল চিকিৎসা প্রচুর পরিমাণে তরল খাবার বা পর্যাপ্ত পানি গ্রহণ করা এবং পর্যাপ্ত বিশ্রাম গ্রহণ । ঘুমানোর সময় এমন পোশাক পরবেন না যাতে আপনার হাত-পা উন্মুক্ত থাকে।

এছাড়াও তিনি আরো বলেন, ডেঙ্গুতে আক্রান্ত হলে নিকটস্থ স্বাস্থ্য কমপেক্সে যোগাযোগ করুন। পর্যাপ্ত বিশ্রাম নিন, প্রচুরপানি ও তরল খাবার গ্রহণ করুন। পরিস্কার – পরিচ্ছন্নতা বজায় রাখুন। এছাড়াও মশারির ভেতর থাকতে হবে, যাতে আপনার থেকে মশার মাধ্যমে অন্যজন আক্রান্ত না হন।

Post a Comment

0 Comments