ঠাকুর ঘরে কে রে আমি কলা খাইনা যেখানে বাবু সেইখানেই আজাদ

আড়াইহাজার এমপি বাবুর সাথে একটি সামাজিক অনুষ্ঠানে এক সাথে খাবার খাচ্ছেন নজরুল ইসলাম আজাদ

নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম আজাদ এর সাথে এত ঘনিষ্ঠ সম্পর্ক দেখে নেতাকর্মী মনে করেন ঠাকুর ঘরে কেরে আমি কলা খাইনা,

ছবিটিতে দেখা যায় দুইজন হাসিখুশি ভাবে কথা বলছেন দেখলে মনে হবে কি মধুর সম্পর্ক তাদের।

দলটির কেন্দ্রীয় কমিটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নজরুল ইসলাম আজাদের কমিটি বাণিজ্যে ধুঁকছেন নেতাকর্মীরা। দিনের পর দিন যারা গা বাঁচিয়ে চলেছেন, তারাই কমিটির বড় বড় পদ পাচ্ছেন। এ কারণেই আগ্রহ হারিয়ে ফেলছেন ত্যাগী ও তৃণমূল নেতাকর্মীরা।

জানা গেছে, নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের কাছে মূর্তিমান আতঙ্ক সম্পাদক নজরুল ইসলাম আজাদ। তার বাড়ি আড়াইহাজার হলেও সমগ্র নারায়ণগঞ্জ বিএনপি ও অঙ্গসংগঠনে একক কর্তৃত্ব প্রতিষ্ঠা করতে চাইছেন তিনি। নারায়ণগঞ্জে যেখানেই বিএনপি ও অঙ্গসংগঠনের কমিটি হচ্ছে- সেখানে কিং মেকারের ভূমিকায় অবতীর্ণ হচ্ছেন আজাদ। 

তার রাহুগ্রাস থেকে মুক্তি পাচ্ছে না বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলসহ কোনো সংগঠনের ইউনিট কমিটিও। ফলে সর্বত্র ‘কিং মেকার’ আজাদ আতঙ্ক বিরাজ করছে বিএনপি নেতাকর্মীদের মনে।

নারায়ণগঞ্জ বিএনপির নেতাকর্মীদের কাছে নজরুল ইসলাম আজাদের পরিচয় ‘কিং মেকার’ বা ‘কমিটি মেকার’ হিসেবে। কমিটি গঠনের সময় হলেই নজরুল ইসলাম আজাদ পদ-পদবি কেনাবেচার দোকান খুলে বসেন। এ নিয়ে একাধিকবার আজাদের বাড়িতে হামলা চালিয়েছিল বিক্ষুব্ধ নেতাকর্মীরা, আজাদকে লাঞ্ছিতও করেছিল। 

নজরুল ইসলাম বাবুর সাথে এত আন্তরিকতা দেখে মনে হয় বি,এন,পি ধংস করার জন্যই এত ঘনিষ্ঠ স্থানীয় এম,পির সাথে, যদি এইভাবে চলতে থাকে তা হলে সামনে আরও কঠিন সময় আসবে বলে মনে করেন নেতাকর্মীরা।


 

Post a Comment

0 Comments