১৯৯৫ সাল থেকে জাতিসংঘের অঙ্গ সংস্থা ইউনেস্কোর সদস্যভুক্ত প্রতিটি দেশে শিক্ষকদের অবদান স্মরণ করার জন্য প্রতি বছর ৫ অক্টোবর দিন দিবসটি উদযাপন করা হয়। বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও পালিত হচ্ছে দিবসটি।
প্রতিবারের মতো এবারও হাজেরা রশিদ শিক্ষা পুরস্কার প্রদান করা হয় পুরস্কার পান নারায়ণগঞ্জ গলা চিপা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মরিয়ম বিন নাহার, পাঠানটুলী আইল পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পবিত্র চন্দ্র বর্মন, এবং শিক্ষা অনুরাগী হাজী আমান উল্লাহ, পুরুষ্কার তুলে দেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ মাহমুদুল হক, এ সময় উপস্থিত ছিলেন শাফিয়া আক্তার শিমু, অতিরিক্ত জেলা প্রশাসক( শিক্ষা ও আইসিটি), হাজেরা রশিদ ফাউন্ডেশনের পক্ষে ছিলেন ১০নং ওয়ার্ড কাউন্সিলর ইফতেখার আলম খোকন এবং হাসনাত আলম উপস্থিত ছিলেন মোহাম্মদ বাহাউদ্দিন, কাওসার মাহমুদ, মাজহারুল ইসলাম সজীব সহ আরো অনেকে। পুরুষ্কার প্রদান অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সালাম জোবায়ের চিপ রিপোর্টার দৈনিক সংবাদ,
0 Comments