নারায়ণগঞ্জ -৩- (সোনারগাঁও) আসনে নৌকা মার্কার প্রচার উপলক্ষে কৃষকলীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত



আলআমিন কবির সোনারগাঁও নারায়ণগঞ্জ। 




স্মার্ট বাংলাদেশ বিনির্মানে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারায়ণগঞ্জ -৩- সোনারগাঁও (আসনে) আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী আলহাজ্ব আবদুল্লাহ আল কায়সার হাসনাতের নৌকা প্রতিকের প্রচার উপলক্ষে নবগঠিত সোনারগাঁও উপজেলা কৃষকলীগের  মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। 


৫ ই ডিসেম্বর মঙ্গলবার সকালে সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের মোগড়াপাড়া চৌরাস্তার প্রধান কার্যালয়ে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হাজী শাহ মো : সোহাগ রনি,


বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও উপজেলা কৃষক লীগের আহবায়ক শেখ মোহাম্মদ আলমগীর, 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও উপজেলা কৃষক লীগের সদস্য সচিব নাজমুল হাসান,


এসময় সোনারগাঁও উপজেলা কৃষকলীগের নেতৃবৃন্দরা বলেন

আজ আমাদের নতুন ভোটারদের কাছে আমি কিছু বলতে চাই। প্রিয় ভোটার ভাই ও বোনেরা, আপনাদের জীবনের প্রথম ভোট, নৌকায় হোক। কারণ যোগ্য প্রার্থীকে দিলে ভোট/সুখে থাকবে দেশের লোক। আগামী ৭ জানুয়ারী দ্বাদশ  জাতীয় সংসদ নির্বাচনে আপনারা নৌকা মার্কার প্রার্থীকে জয়যুক্ত করুন। যেন আবারও আগামী বছরের জন্যে দেশ ও দেশের মানুষের উন্নয়নের জন্যে কাজ করতে পারে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকার। এবার আপনাদের সামনে তুলে ধরছি কেন নৌকায় ভোট দেবেন। দেশ ও দশের উন্নতি নির্ভর করে সরকারের রাষ্ট্র পরিচালনা ও দক্ষতার উপর। এই কারণে নির্বাচনে উপযুক্ত প্রার্থীকে ভোট দেওয়া গুরুত্বপূর্ণ বিষয়। যোগ্য প্রার্থী দেশের উন্নয়ন সাধন করে। তেমনি অযোগ্য ব্যক্তি দেশের ক্ষতি সাধন করে। রাষ্ট্র পরিচালনা করার ক্ষমতা আমরা যার-তার হাতে দিতে পারি না। তাহলে আসছে নির্বাচনে আমরা কাকে ভোট দিবো তা নিয়ে অনেক বিবেচনা করতে হবে। প্রথমে দেখতে হবে আপনি স্বাধীনতার পক্ষে কিনা এবং কার মধ্যে মুক্তিযুদ্ধের চেতনা লালিত হচ্ছে। কারণ প্রসঙ্গ বাংলাদেশ। আপনি যদি বাংলাদেশের ও স্বাধীনতার পক্ষে হোন তবে নৌকায় ভোট দিন। কারণ স্বাধীনতার চেতনা ধারণকারী ও মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী দল হলো আওয়ামী লীগ।


এসময় ১০ টি ইউনিয়ন ও একটি পৌরসভার কৃষকলীগের সকল সদস্যরা উপস্থিত ছিলেন।

Post a Comment

0 Comments