সৈয়দ মুনিরুল হক নোবেল জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুরের সরিষাবাড়ী উপজেলায় পূর্ব শত্রুতার জেরে এক মানসিক প্রতিবন্ধীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করায় একজনকে আটক করেছে পুলিশ। ৩ আগস্ট দুপুরে আটক আইনাল হককে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। জানা গেছে সরিষাবাড়ি উপজেলার ভাটারা ইউনিয়নের পারপাড়া গ্রামের সুজা মিয়ার ছেলে আইনাল হক।
আরও জানা যায়, উপজেলার ভাটারা ইউনিয়নের পারপাড়া গ্রামের মৃত পাগু শেখের ছেলে জালেক মিয়া। সে দীর্ঘদিন ধরে মানসিক রোগে ভুগছে। মাঝে মধ্যে এলোপাথাড়িভাবে রাস্তা দিয়ে ঘুরাফেরা করে সে। সুজা মিয়া ও জালেকের পরিবারের সাথে জমি নিয়ে বিরোধ ছিল তাদের। ১ আগস্ট সন্ধ্যায় সুজা মিয়ার বাড়ির পাশ দিয়ে যাচ্ছিলেন প্রতিবন্ধী জালেক। সুযোগ পেয়ে সুজা মিয়া, তার ছেলে আইনাল হক চোর চোর বলে চিৎকার করতে থাকে। পরে জালেক মিয়াকে ধরে স্থানীয় এক মুদির দোকানের পাশে মেহগনি গাছের সঙ্গে রশি দিয়ে বেঁধে রাখে সুজা মিয়া। এসময় সে ও তার ছেলে আইনাল হকসহ তাদের পরিবারের লোকজন প্রতিবন্ধী জালেককে মারধর করে। একপর্যায়ে গাছে বেঁধে প্রতিবন্ধীকে নির্যাতন করার একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ঘটনার পরদিন জালেক মিয়া ৯ জনকে বিবাদী করে থানায় এজাহার দায়ের করলে সরিষাবাড়ী থানা পুলিশ পারপাড়া এলাকায় অভিযান চালিয়ে অভিযুক্ত সুজা মিয়ার ছেলে আইনাল হককে আটক করলেও বাকী আসামিদের এখনো আটক করতে পারেনি।
সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর রকিবুল হক এ বলেন, গাছে বেঁধে নির্যাতন করার ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। ৩ আগস্ট দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকীদের অল্প সময়ের মধ্যে আইনের আওতায় নেয়া হবে।
ক্যাপশনঃ মানসিক প্রতিবন্ধীকে গাছের সঙ্গে বেঁধে নির্যাতন করায় আটক আইনাল হক।
0 Comments