ঝিনাইদহ প্রতিনিধি:
ঝিনাইদহ জেলার প্রতিটি উপজেলায় চলছে ইউনিয়ন পরিষদ নির্বাচনের হাওয়া। বিএনপি নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষনার পর থেকেই প্রতিটি ইউনিয়নে সরকারদলীয় প্রায় ৭ থেকে ১০ জন প্রার্থী নির্বাচনে মনোনয়ন প্রত্যাশী হিসাবে গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। এই অবস্থায় এক প্রশ্নের জবাবে ঝিনাইদহ জেলা আওয়ামীলীগের সভাপতি ও ঝিনাইদহ ১ আসনের সংসদ সদস্য আব্দুল হাই এমপি জানান, যে কেউই মনোনয়ন চাইতে পারেন তবে দল একজনকে বেছে নেবেন সেক্ষেত্রে গত ৫ বছরের সমীকরণ মিলিয়ে ত্যাগী ও একনিষ্ট আওয়ামীলীগ ও জনপ্রিয় নেতাকেই নৌকা প্রতিক তুলে দেওয়া হবে। ইতিমধ্যে দলের হাইকমান্ড ঘোষনা করেছেন বিগত নির্বাচনে যারা নৌকা মার্কার প্রার্থীদের বিরোধীতা করে নির্বাচনে সমস্যা তৈরি করেছিলো তাদেরকে চিহ্নিত করে কোন ভাবেই যাতে তাদের হাতে নৌকা প্রতিক না যায় সেই ব্যাস্থা গ্রহন করা হবে। তিনি আরো জানান, এবার যারা নৌকা মার্কার বিরোধিতা করবে তাদের স্থায়ী বহিস্কার করা হবে।
আওয়ামীলীগের তৃনমূল নেতা কর্মীদের সাথে কথা বললে, হরিনাকুন্ডু উপজেলার জোড়াদা ইউনিয়নের যুবলীগ নেতা আব্দুল আওয়াল জানান, এখানে অনেক নেতাই নমিনেশন চাচ্ছেন তাদের ভেতর অনেকই আওয়ামীলীগ নামধারী, তারা স্বার্থনীতি করেন, তাদের নমিনেশন দিলে দল ক্ষতিগ্রস্থ হবে।
মহেশপুর উপজেলার নেপা ইউনিয়ন আওয়ামীলীগ নেতা মইনুল ইসলাম জানান, আমরা প্রতিক যে পাবে তার সাথেই কাজ করবো, তবে সারাজীবন নৌকায় ভোট না দেওয়া নেতাকে দিলে মেনে নিবো না।
ঝিনাইদহ সদরের গান্না ইউনিয়নের কুটিদূর্গাপুর গ্রামের আওয়ামীলীগ কর্মী রশিদ হোসেন জানান, ঝিনাইদহের সব থেকে মনে হয় নৌকায় ভোট না দেওয়া নেতা মনে হয় আমার ইউনিয়নে বেশি, ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সভাপতি ও এক সাবেক ছাত্রলীগ নেতা সহ আরো অনেকেই আছেন যারা দায়িত্বে থেকে প্রকাশ্যে নৌকা প্রতিকের বিরোধীতা করেছে। এবার আর আমরা এটা মেনে নিবোনা, সবাই এক হয়ে নৌকার জয়ের জন্য কাজ করবো।
0 Comments