সৈয়দ মুনিরুল হক নোবেলঃ
মেলান্দহে জমিগ্রহীতার ওপর জমিদাতা কর্তৃক সন্ত্রাসী হামলায় জমিগ্রহীতাসহ তিনজন গুরুতর আহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকালে।
জানা গেছে, জামালপুর জেলার মেলান্দহ পৌর এলাকার ৩নং ওয়ার্ডের চাকদহ গ্রামের হাজী কেরামত আলীর ছেলে মাহাবুবুর রহমান একই গ্রামের জনৈক আব্দুল করিমের ছেলে আব্দুল মাজেদ এর কাছ থেকে সোয়া ছয় শতাংশ জমি ক্রয় করে। অথচ জমিদাতা আব্দুল মাজেদ জমি মেপে বুঝিয়ে দিতে গিয়ে দীর্ঘদিন ধরে তালবাহানা করতে থাকলে বিষয়টি নিয়ে স্থানীয় সালিশ বৈঠকে গতকাল জমি পরিমাপের দিন ধার্য্য ছিল। জমি পরিমাপের একপর্যায়ে জমি গ্রহীতার সাথে প্রথমে কথা কাটাকাটি এবং পরে আব্দুল ল মাজেদের ভগ্নিপতি ফজল হকের নির্দেশে আব্দুল মাজেদ ও তার অপর তিন সহোদর ভাই যথাক্রমে আব্দুল মান্নান, মুক্তের আলী ও বাবুল হাজী জমি গ্রহীতা মাহাবুবুর রহমান ও তার সহোদর ভাই হাজী আব্দুল আজিজ এবং ভাতিজা মানিকের উপরে ক্ষূরাঘাত করে। এসময় তাদের পরিকল্পিত সন্ত্রাসী হামলায় মারাত্মক কাটাজখম হয় তারা। এদিকে তাদের ডাকচিৎকারে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় জমিদাতা নামধারী সন্ত্রাসী হামলাকারীরা। মারাত্মকভাবে আহতরা প্রথমে মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়। অবস্থা সংকটাপন্ন দেখে কর্তব্যরত চিকিৎসক জমি গ্রহীতা মাহাবুবুর রহমান ও আব্দুল আজিজকে জামালপুর জেনারেল হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তরাদেশ দেন। তারা দুইজন বর্তমানে জামালপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন এবং মানিক মেলান্দহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি আছে। এ বিষয়ে মেলান্দহ থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
অপরদিকে বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক ক্ষোভের সঞ্চার হয়েছে।
0 Comments